সোমবার, ১৯ মে ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কান উৎসবে প্রথম টেলিভিশন নারী সাংবাদিক শাহরিন জেবিন সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়: হাসনাত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড সিরাজগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি রানার পিতা টি এম মহশীনের ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল উদয়ন আইডিয়াল স্কুলের বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সচেতনতা বাড়াতে ৮০০ ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ
ফিরছেন প্রসেনজিৎ, ১৭ জুন মুক্তি পাবে ‘আয় খুকু আয়’

ফিরছেন প্রসেনজিৎ, ১৭ জুন মুক্তি পাবে ‘আয় খুকু আয়’

ডেস্ক রিপোর্ট: নিজের ফ্যান হয়েই বড়পর্দায় ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘আয় খুকু আয়’ ছবির ট্রেলারে ফেরালেন ‘চিরদিনই তুমি যে আমার…’ গানের স্মৃতি। বাবা ও মেয়ের সম্পর্কের কাহিনি ‘আয় খুকু আয়’। ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়।

জিতের প্রযোজনায় ‘আয় খুকু আয়’ তৈরি করেছেন পরিচালক সৌভিক কুণ্ডু। ছবিতে নির্মল নামের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ।  তাঁর মেয়ের বুড়ির ভূমিকায় দিতিপ্রিয়া। একসময় স্টেজে প্রসেনজিৎ চট্রোপাধ্যায়ের নকল করত নির্মল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেহারা ভেঙে গিয়েছে। মাথায় পড়েছে টাক।

অনেকেই নির্মলকে ‘টেকো পোসেন’ বলে কটাক্ষ করে। এত কিছু সহ্য করেই মেয়ে বুড়িকে বড় করার স্বপ্ন দেখে নির্মল। কিন্তু বুড়ি স্বপ্ন দেখে নৃত্যশিল্পী হওয়ার। এতেই শুরু হয় বাবা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন। এর মধ্যেই আবার মিলেমিশে যায় রাজনৈতিক টানাপোড়েন।

নির্মলের চরিত্রের জন্য নিজের লুক এক্কেবারে পালটে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছু চরিত্র এমন থাকে যাদের হাসি-কান্না, যন্ত্রণা অভিনেতাকে বয়ে বেড়াতে হয়। টিজার প্রকাশ্যে আসার পর একথাই বলেছিলেন অভিনেতা। সেই কথা যে তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন, তা এই ট্রেলার দেখেই বোঝা যায়।

প্রসেনজিৎ-দিতিপ্রিয়া ছাড়াও ছবিতে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেছেন সোহিনী সেনগুপ্ত। ‘রগড়ে দেব’র মতো সংলাপ শোনা যাচ্ছে তাঁক মুখে।

এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রাফিয়াত রাশিদ মিথিলা। দিতিপ্রিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।  রয়েছেন শংকর দেবনাথ, বুদ্ধদেব ভট্টাচার্য, দেবপ্রতীম দাশগুপ্ত, রাহুল দেব বসু এবং সত্যম ভট্টাচার্য। প্রথমে ২৭ মে মুক্তি পাওয়ার কথা ছিল ‘আয় খুকু আয়ে’র। পরে তা পিছিয়ে ১৭ জুন মুক্তির তারিখ ঠিক হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com