শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

ভারতে ঘরের আসবাবপত্র কিনতে সন্তান বিক্রি করলেন মা!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৭৩৬

ডেস্ক নিউজ: ১৫ দিন বয়সী শিশুকে বিক্রি করেছেন এক মা। তার সঙ্গে ছিল আরও তিন নারী। টাকা দিয়ে ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র কেনা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের ইন্দোরে।

নিজের সন্তানকে বিক্রি করার ঘটনায় অনেকেই বিষ্ময় প্রকাশ করেছেন। শিশুটির মা শাইনা বি তার সঙ্গী অন্তর সিংয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন।

জানা গেছে, শাইনা বি অন্তঃসত্ত্বা হওয়ার পর অন্তর সিংকে জানান। কিন্তু এ সন্তান তার নয় বলে অস্বীকার করে গর্ভপাত করার কথা বলেন। শাইনা জানান, অনেক দেরি হয়ে গেছে এটা এখন সম্ভব নয়। এরপর দুইজনে চুক্তি করেন যে, জন্ম হওয়ার পর বিক্রি করে দেওয়া হবে।

ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। লিনা সিং নামের যিনি শিশুটিকে কিনেছেন তার নামেও অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা বিক্রির টাকা দিয়ে একটি ফ্রিজ, একটি এলইডি টেলিভিশন সেট, ওয়াশিং মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি কিনেছেন। যদিও পুলিশ এগুলো জব্দ করেছে।

যমজ সন্তান হারিয়ে একজন মধ্যস্থতার মাধ্যমে বাচ্চাটি কেনার সিদ্ধান্ত নেন লিনা। এঘটনায় এখনো সবাইকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সূত্র: জিও নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com