শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: ঘরের মাঠে ভারতের টেস্ট সিরিজ হার। আলোচনা-সমালোচনার মাত্রা তো একটু বেশিই হবে। দেশের মাটিতে ১২ বছর আর ১৮ সিরিজ পর হারের স্বাদ বলে কথা।
সেটাও নিউজিল্যান্ডের কাছে, যারা কিনা এই সিরিজেই ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতেছিল। এমন হারের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবশ্য খেলোয়াড়দের কাঠগড়ায় তুলতে রাজি নন। স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, বেশি কাটাছেঁড়ার কোনো প্রয়োজন নেই।
সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘গত দুই ম্যাচে, কাজটা ঠিকভাবে করতে পারিনি। আমরা এর আগে ১৮টি সিরিজে জিতেছি, সুতরাং আমরা অনেক কাজই ঠিকঠাকভাবে করেছি। আমরা ভারতে কঠিন উইকেটে খেলেছি। এমনটা হতেই পারে। আপনি যখন অনেকে ম্যাচে জিততে থাকেন, এমন সিরিজ আসতে পারে, যখন আপনি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না। আমি কারও সামর্থ্যে নিয়ে সন্দেহ করছি না। অতিরিক্ত পোস্ট মর্টেম করতে চাইছি না। ব্যাটসম্যানদের তাদের পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা দেখিয়েছে, আপনি যদি নির্দিষ্ট কোনো কৌশলে খেলেন, এটা কাজ করবে।
নিউজিল্যান্ডের কৌশল বলতে রোহিত সম্ভবত কিউই ব্যাটসম্যানদের সুইপ-রিভার্স সুইপ করার দক্ষতার কথা বুঝিয়েছেন। টম ল্যাথাম থেকে শুরু করে টম ব্লান্ডেল—ভারতের বিপক্ষে সবাই একের পর এক সুইপ করেছেন। বাউন্ডারির জন্য নয়, বেশির ভাগ সুইপ খেলেছেন প্রান্ত বদলের জন্য, যা চমকে দিয়েছে ভারতীয় বোলারদের।
নিজেদের ব্যাটিং নিয়ে রোহিত বলেছেন, ‘প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাটিং করিনি। পিচ ততটাও খারাপ ছিল না। আমরা প্রথম ইনিংসে যথেষ্ট সংগ্রহ তুলতে পারিনি। পরে উইকেটে অন্য রকম ছিল। আমরা এই রানটা করতে চেয়েছিলাম। গিল-যশস্বী আউটের পর আমরা অনেক উইকেট হারিয়েছি। আমরা চাপের মুহূর্তে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারিনি।