বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর কেজি এন্ড হাই স্কুলের কার্যকরী পরিষদের জরুরিসভা ১৩ জানুয়ারি, সোমবার সকালে স্কুল মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি প্রকৌশলী ও বিশিষ্ঠ সমাজসেবক, শিক্ষানুরাগী মোহাম্মদ আবু সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল আলম, সম্পাদক সম্পাদক মোঃ আনোয়ার হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম,অর্থ সম্পাদক মোঃ রিদুওয়ানুল বারী, সিনিয়র সদস্য ও শিক্ষক মোঃ মোস্তফা সহ অন্যান্য নেতৃবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শীঘ্রই প্রাতকালীন সময়ে আরবি ও ধর্মীয় শিক্ষা (ইবতেদায়ী -ছবক দান) ,৮ম,৯ম ও শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের সপ্তাহে দুদিন ইংলিশ স্পোকিং ক্লাস এবং নতুন শিক্ষাবর্ষে কারিকুলাম প্রণয়ন ঠিক রেখে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমন্বয়ে পাঠদানের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের সাথে অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয় রাখার উদ্যোগ চলমান থাকবে।