রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

অভিনেত্রী রত্নার প্রেমে মশগুল যুবক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি!

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৭১

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার একসময়ের প্রথম সারির চিত্রনায়িকা রত্না কবির সুইটি। ২০০২ সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান তিনি। সেলিম আজম পরিচালিত এই সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন।

এরপর কাজী হায়াৎ পরিচালিত ইতিহাস’ ছবিতে নবাগত কাজী মারুফের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান রত্না। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করেছেন তিনি।

খুব অল্প বয়সেই সিনেমায় পা রাখেন রত্না, কারণ ছোটবেলা থেকেই দেখতে ভীষণ সুন্দরী ছিলেন তিনি। যে কারণে স্কুলে পড়াকালীন সময়েই অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন।

শুধু তাই নয়, রত্নার প্রেমে মশগুল থাকা এক যুবক নাকি বর্তমানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী।

রত্না বলেন, ‘জীবনের প্রথম যেই ছেলেটি আমাকে পছন্দ করেছে, প্রেমপত্র দিয়েছে, তার নাম রনি। পরবর্তীতে আমি জানতে পারলাম, ছেলেটা গাজীপুরে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি।’

অভিনেত্রী বলেন, ‘আমি জানিনা ছেলেটা কেন সেখানে ভর্তি, তবে এলাকার মানুষ থেকে এমনটাই জানতে পারলাম।’

সেই যুবকের কর্মকাণ্ড উল্লেখ করে রত্না বলেন, ‘ছেলেটা বাদামওয়ালার কাছে প্রেমপত্র দিয়ে পাঠিয়েছিল। পরে আমি তাকে খুব গালিগালাজ করি। এই ঘটনায় সে ক্ষুব্ধ হয়ে আমাদের বাড়ির দরজায় তালা ঝুলিয়ে যায়। যে কারণে বাবা পরে রনিকে খুব মারধর করে।’

অভিনেত্রী বলেন, ‘আমি বাসার জানালায় বসে থাকলে ছেলেটাকে সবসময় দেখতে পেতাম। তবে এরপরে আর দেখা পাইনি। যে কারণে তাকে ভীষণ মিস করি।’

রত্না যোগ করেন- ‘এখন তো আর প্রেমে পড়ার বয়স নেই। কারণ আমার স্বামী রয়েছে, দুই সন্তানের মা আমি। তাই এসব নিয়ে আর ভাবার সুযোগ নেই।’

সম্প্রতি বেকার শিল্পীদের নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন রত্না । এর মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে দুটি নাটকের শুটিং করেছেন তিনি। ‘প্রতিবাদী নারী’ ও ‘ঝগড়াটে পরিবার’ নামের দুই নাটকে অভিনয় করেছেন রত্না কবির, দুলারী, রীনা খান, বাদল মিয়া, গুলজার হোসেন প্রমুখ। পরিচালনা করেছেন বাবুল রেজা। নাটকগুলো মুক্তি পাবে রত্না কবিরের ইউটিউব চ্যানেলে।

এ বিষয়ে রত্না বলেন, ‘শিল্পী সমিতির এমন অনেক শিল্পী আছেন, যাঁদের এখন কেউ ডাকেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করার ইচ্ছা থেকে নাটক প্রযোজনায় আসা। যাদের মেধা আছে, কিন্তু কাজের সুযোগ পাচ্ছেন না, তাদের প্রমোট করার চেষ্টা করছি। একসঙ্গে সবাইকে নিয়ে হয়তো কাজ করতে পারব না। যারা ডাক পাননি, তারাও পাবেন। আপাতত পরিচিত ও ব্যস্ত শিল্পীদের কাস্টিং করছি। তাদের না রাখলে চ্যানেলে চোখ পড়বে না। পর্যায়ক্রমে সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে। নাটক দিয়ে যদি লাভবান হই, তাহলে শিল্পীদের মধ্যে সেটা ভাগ করে দেব। আমি কাউকে বঞ্চিত করব না।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com