বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত কদমতলী থানার কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
চরিত্রের প্রয়োজনেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছি : মানসী

চরিত্রের প্রয়োজনেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছি : মানসী

ডেস্ক নিউজ : কলকাতার অভিনেত্রী তিনি। টেলিপর্দায় এতদিন দর্শক তাকে পৌরাণিক অথবা ফ্যান্টাসি চরিত্রে দেখেছেন। ‘সাত ভাই চম্পা’-র সাতরানির একরানি এবং কালারস বাংলার ধারাবাহিক ‘মনসা’র নেতি চরিত্রে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। সেই মানসী আসছেন এবার নতুন আমেজে। নিজেকে ভেঙে নতুন আঙ্গিকে হাজির হচ্ছেন তিনি দর্শকদের সামনে।

হইচই’র নতুন ওয়েবসিরিজ ‘সেই যে হলুদ পাখি’-তে বেশ খোলামেলা দেখা গেছে এই অভিনেত্রীকে। সে নিয়ে তিনি এখন আলোচনায়। সিরিজটিতে মুখ্য চরিত্রে রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, ত্রিধা চৌধুরী, শাশ্বত চট্টোপাধ্যায় ও মানসী। সম্প্রতি সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে এবং সেখানেই মানসীকে দেখা গিয়েছে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি প্রায় ঘনিষ্ঠ মুহূর্তে।

এই ওয়েবসিরিজে কাজ করার অভিজ্ঞতা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে সম্প্রতি কলকাতার একটি সংবাদপত্রের নানা প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মানসী। সেখানে তিনি বলেন, ‘এটাই আমার প্রথম কোনো ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়। এর আগে দর্শক আমাকে অন্যভাবে দেখেছে। আমি চেয়েছি ভিন্ন কিছু করতে এবং একটি ভালো চরিত্র নিয়ে সবার সামনে আসতে। প্রথমে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরে যখন শুনলাম যে ইন্টিমেট সিনগুলো গৌরবের সঙ্গে, তখন প্রথমে সরাসরি ওর সঙ্গে কথা বলি। গৌরব আমাকে প্রচুর সাহস দিয়েছে। কারণ ওরও প্রথম অন-স্ক্রিন বোল্ড সিন ছিলো ওটা। দুজনের বোঝাপড়াতেই কাজটি ভালোভাবে করতে পেরেছি।’

এই দৃশ্যে দর্শক মানসীকে কিভাবে গ্রহণ করবে? এমন প্রশ্নের জবাবে মানসী বলেন, ‘আমিও একটু চিন্তিত রয়েছি। প্রথমবার খোলামেলা হয়ে হাজির হচ্ছি। তবে চরিত্রের প্রয়োজনেই ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করেছি। এবং ভালো চরিত্রে ডিমান্ড করলে আরও করতে রাজি আছি। চিত্রনাট্য পড়ে আমার মনে হয়নি এই সিনটা অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক। সেই জন্যেই করেছি। আর এখন যখন ট্রেলার দেখলাম, গানের সিকোয়েন্সগুলো দেখলাম, অ্যাম ভেরি হ্যাপি। খুব এক্সাইটেড যে দর্শকরা কীভাবে নেবেন আমাকে, একদম একটা মাইথোলজিকাল ক্যারেক্টার থেকে সুহিনা। আশা করছি দর্শকের রেসপন্স ভালোই হবে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com