রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সরবরাহকারীকে আটকে রেখে চাঁদা দাবী ঝুঁকিপূর্ণ সেক্টরে বিনিয়োগকারীদের জন্য অতিরিক্ত ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা উচিত শাস্তির ভয় না থাকলে অ্যান্টি মানি লন্ডারিং নীতিকে গুরুত্ব দেবে না নর্দার্ণ ইসলামি ইন্স্যুরেন্স কুড়িগ্রামে দ্বারিক মুক্ত সমবায় সমিতির নামে ৪ কোটি টাকা নিয়ে উধাও কর্মকতা, প্রতারিতদের আর্তনাদ! গুলতেকিনের পর এবার হুমায়ূনকে নিয়ে শাওনের পোস্ট দলগুলো একমত না হলে জুলাই সন‌দের বাস্তবায়ন পদ্ধ‌তি ঠিক করবে কমিশন: আলী রীয়াজ বিমা দাবি প্রত্যাখ্যান: কেন ঘটে, কীভাবে এড়ানো যায় বাংলাদেশ-চীনের জনগণের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে : ড. ইউনূস কুড়িগ্রাম চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অভিনয়কে বিদায় জানিয়ে চাকরি খুঁজছেন হাসান মাসুদ

‘নলিনী’র শুটিংয়ে প্রিয়াঙ্কাকে বিশ্বভারতীর ‘না’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ জুলাই, ২০১৮
  • ৪৫২

বিনোদন ডেস্ক : বিশ্বভারতী কর্তৃপক্ষ বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার প্রোডাকশন কম্পানিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘নলিনী’ সিনেমার শুটিং করতে দেয়া হবে না।

‘নলিনী’ সিনেমার গল্পটা একটু বিতর্কিত। কারণ এই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর চেয়ে বয়সে তিন বছরের বড় অন্নপূর্ণা তুরখুদের সম্পর্ক নিয়ে। সতেরো বছরের কবি মুম্বাইয়ে অন্নপূর্ণার বাড়িতে দুমাস কাটিয়েছিলেন বিলেত যাওয়ার আগে। কবিগুরুর দাদা সত্যেন্দ্রনাথের বন্ধু ছিলেন অন্নপূর্ণা, যাঁকে কবি ‘নলিনী’ নামে ডাকতেন। কবি মূলত তুরখুদদের বাড়িতে থেকেছিলেন ইংল্যান্ড যাওয়ার আগে বিলেতি আদব কায়দা শেখার জন্যে।

কবি যেহেতু নলিনীকে নিয়ে পরবর্তী জীবনে অনেকবার লিখেছেন, তাই ধারণা করা হয় ওই দুমাসে তাঁদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়।

এটি একটি আত্মজীবনীমূলক ফিল্ম এবং সিনেমার স্ক্রিপ্টও আমরা বিশ্বভারতী থেকে অনুমোদন করিয়ে নিয়েছিলাম। কিন্তু আমাদের জানানো হয়েছে এই সিনেমার শুট বিশ্বভারতীতে করা যাবে না, বলেন চিত্র পরিচালক উজ্জ্বল চ্যাটার্জি।

উজ্জ্বল চ্যাটার্জি আজ বিশ্বভারতীর কার্যনির্বাহী উপাচার্য সবুজকলি সেনের সাথে দেখা করেন এবং ফিল্মটি শান্তিনিকেতনে শুট করার আবেদন জানান।

আগের কার্যনির্বাহী উপাচার্য স্বপন দত্ত ‘নলিনী’ সিনেমার শুটিংয়ে সম্মতি দিয়েছিলেন। কিন্তু এখন আমাদের না করে দেওয়া হয়েছে, বলেন চিত্র পরিচালক।

ছবিতে ১৭ বছরের কবির চরিত্রে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। বয়স্কালে কবির চরিত্রে থাকবেন সৌমিত্র চ্যাটার্জি। মারাঠি অভিনেত্রী বৈদেহী পরাশুরামী ‘নলিনী’ চরিত্রে অভিনয় করবেন এবং কবির বাবা দেবেন্দ্রনাথের চরিত্রে অভিনয় করবেন ভিক্টর ব্যানার্জি। ‘নলিনী’ সিনেমাটি ইংরেজিতেও তৈরি হওয়ার  পরিকল্পনা আছে। আর ইংরেজি ছবিতে ‘নলিনী’ চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া নিজে, জানান উজ্জ্বল চ্যাটার্জি।

সবুজকলি সেন বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো বাণিজ্যিক ছবির শুটিং বিশ্বভারতীতে করতে দেবো না। তাই আমরা এ সিনেমার শুটিংয়ের অনুমতি দিচ্ছি না।

এই সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রিয়াঙ্কা চোপড়ার প্রোডাকশন কম্পানি। তারা দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারের কাছে আবেদন করবেন শুটিংয়ের অনুমোদনের  জন্য, পরবর্তী পদক্ষেপের কথা তুলে ধরেন পরিচালক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com