মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যেসব অপরাধের অভিযোগে আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ছেলের ব্রেনওয়াশের চেষ্টার অভিযোগ সিদ্দিকের বিরুদ্ধে সাবেক স্ত্রী মিমের পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি বাংলাদেশ সফরে আসছে না ভারত, স্থগিত হতে পারে এশিয়া কাপ আন্দোলনে নামা দলগুলোর উদ্দেশ্যে সরকারের নতুন বার্তা সারাদেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ১৫ শহরে পাকিস্তানের হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি ভারতের নারী অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র এপ্রিলেও বাড়তি রেমিট্যান্স, এলো ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা কোস্ট গার্ডের অভিযানে হালিশহর এলাকা থেকে সোয়া ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ারের চালান জব্দ
অপূর্ব ও শবনম ফারিয়ার জীবনের দিনরাত

অপূর্ব ও শবনম ফারিয়ার জীবনের দিনরাত

ভিশন বাংলা বিনোদন ডেক্স: সম্প্রতি নির্মিত হয়েছে খ- নাটক জীবনের দিনরাত। রিফাত আদনান পাপন এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। পাঠাও নিবেদিত, ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত জীবনের দিনরাত নাটকটি ১৯ অক্টোবর রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে বলে পরিচালক নাজমুল রনি জানান। নাটকের গল্পে দেখা যাবে, জীবন বাবা-মার একমাত্র সন্তান। খুব আদরে বড় হয়েছে তাই বাস্তব জ্ঞান নাই বললেই চলে। সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়ায়। কোনো বাজে নেশা নেই কিন্তু মানষিকভাবে প্রচ- অলস। আর এই নিয়েই ভয়ানক ঝগড়া লেগে থাকে তার গার্লফ্রেন্ড মিতুর সাথে। জীবনের কাজকর্মে অতিষ্ঠ হয়ে সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলে মিতু। এবং তার ছাঁয়াও যেন কখনো না পারায় এই কথা বলে রীতিমতো অপমান করে জীবনকে। জীবন একটু আবেগী ছেলে। প্রচ- লাগে তার অপমানগুলো। তার কাছে মিতুকে হারানোর চেয়ে অপমানগুলোই অনেক ভারী মনে হয়। জীবন পাল্টে দেয় জীবনের গল্পের মোড়। যে বাইক তার সারাদিনের সঙ্গী ছিল সেই বাইকই হয়ে যায় জীবিকার একমাত্র অবলম্বন। পাঠাও রাইডে সার্ভিস দিয়ে ফাঁকা সময়ে নরমাল রাইডার হিসেবে ঘুরে বেড়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বাস্তবতায় ডুবে প্রিয়া হারানোর কষ্টও এখন আর টলাতে পারে না জীবনকে, ভাবাতে পারে না নিভৃতে। এমনই গল্প নিয়ে অপূর্ব-শবনম ফারিয়াকে জুঁটি করে নাজমুল রনি নির্মান করেন জীবনের দিনরাত। অপূর্ব বলেন, ‘জীবন খুবই আহ্লাদি একটি ছেলে। জীবন নিয়ে সিরিয়াস না। জীবন যুদ্ধে সবাইকে নামতে হয়। সব সময় মাথার উপর ছাঁয়া থাকে না। একটা সময় নিজেকে ছাঁয়াটা বানাতে হয়। নাটকের ম্যাসেজ হচ্ছে এটি। সবাইকে এই সমস্যার মধ্যে দিয়েই আসতে হবে। সে যাই হোক না কেন।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com