বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
ভিশন বাংলা বিনোদন ডেক্স: সম্প্রতি নির্মিত হয়েছে খ- নাটক জীবনের দিনরাত। রিফাত আদনান পাপন এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। পাঠাও নিবেদিত, ফ্যাক্টর থ্রি সলিউশনস প্রযোজিত জীবনের দিনরাত নাটকটি ১৯ অক্টোবর রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে বলে পরিচালক নাজমুল রনি জানান। নাটকের গল্পে দেখা যাবে, জীবন বাবা-মার একমাত্র সন্তান। খুব আদরে বড় হয়েছে তাই বাস্তব জ্ঞান নাই বললেই চলে। সারাদিন বাইক নিয়ে ঘুরে বেড়ায়। কোনো বাজে নেশা নেই কিন্তু মানষিকভাবে প্রচ- অলস। আর এই নিয়েই ভয়ানক ঝগড়া লেগে থাকে তার গার্লফ্রেন্ড মিতুর সাথে। জীবনের কাজকর্মে অতিষ্ঠ হয়ে সত্যি সত্যি ব্রেকআপ করে ফেলে মিতু। এবং তার ছাঁয়াও যেন কখনো না পারায় এই কথা বলে রীতিমতো অপমান করে জীবনকে। জীবন একটু আবেগী ছেলে। প্রচ- লাগে তার অপমানগুলো। তার কাছে মিতুকে হারানোর চেয়ে অপমানগুলোই অনেক ভারী মনে হয়। জীবন পাল্টে দেয় জীবনের গল্পের মোড়। যে বাইক তার সারাদিনের সঙ্গী ছিল সেই বাইকই হয়ে যায় জীবিকার একমাত্র অবলম্বন। পাঠাও রাইডে সার্ভিস দিয়ে ফাঁকা সময়ে নরমাল রাইডার হিসেবে ঘুরে বেড়ায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। বাস্তবতায় ডুবে প্রিয়া হারানোর কষ্টও এখন আর টলাতে পারে না জীবনকে, ভাবাতে পারে না নিভৃতে। এমনই গল্প নিয়ে অপূর্ব-শবনম ফারিয়াকে জুঁটি করে নাজমুল রনি নির্মান করেন জীবনের দিনরাত। অপূর্ব বলেন, ‘জীবন খুবই আহ্লাদি একটি ছেলে। জীবন নিয়ে সিরিয়াস না। জীবন যুদ্ধে সবাইকে নামতে হয়। সব সময় মাথার উপর ছাঁয়া থাকে না। একটা সময় নিজেকে ছাঁয়াটা বানাতে হয়। নাটকের ম্যাসেজ হচ্ছে এটি। সবাইকে এই সমস্যার মধ্যে দিয়েই আসতে হবে। সে যাই হোক না কেন।’