মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন

ছাত্র সংসদের সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নিতে হবে : নুর

ছাত্র সংসদের সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নিতে হবে : নুর

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ছাত্রদের জন্য যে সংসদ সেই সংসদের যাবতীয় সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। আজ বুধবার নির্বাচন বর্জনকারী শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিলে সেখানে তিনি এ দাবি জানান।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একমত উল্লেখ করে তিনি বলেন, ‌‘নির্বাচনের আগে ছাত্ররা যে দাবি করেছিল সেগুলোর যৌক্তিকতা ইতোমধ্যে সামনে এসেছে। অবিলম্বে নিরপেক্ষ শিক্ষকদের সমন্বয়ে নির্বাচন কমিটি গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বানের পাশাপাশি হলের বাইরে কেন্দ্র স্থাপন, স্টিলের বাক্স পরিবর্তন করে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের দাবি মেনে নিতে হবে।’

ভিপি নুর অভিযোগ করে বলেন, ‘১১ মার্চ একটি কারচুপির নির্বাচন হয়েছে। পুরো নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত ছিল। তারা ভোটের আগে ছক তৈরি করেছিল, সেটি বাস্তবায়ন করেছে। কিন্তু দুটি পদে তারা কারচুপি করেও জয় লাভ করতে পারেনি।’

এ ছাড়াও প্রশাসনকে উদ্দেশ্য করে নুর বলেন, ‘ছাত্ররা আমাকে সহ-সভাপতি নির্বাচিত করেছে সেই জায়গা থেকে বলব, আপনারা হয়রানি, ভয়-ভীতি দেখিয়ে দাস বানাতে চেয়েছেন। মিথ্যাচারের আশ্রয় নিয়ে ছাত্রদের বিরুদ্ধে মামলার আশ্রয় নেওয়া হয়েছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2014 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com