রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে বলটা থামাতে গিয়ে পড়ে গেলেন সাকিব আল হাসান। ছুটে এলেন ফিজিও। ড্রেসিংরুম নয় সাকিবকে নিয়ে সোজা নিয়ে যাওয়া হয় বিসিবির মেডিকেল রুমে। সর্বশেষ জানা যায়, ফাইনাল ম্যাচে সাকিবের ব্যাট করা নিয়ে আছে ঘোর সংশয়।
বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, সাকিব চোট পেয়েছেন বাঁহাতের কনিষ্ঠ আঙুলে। বাঁহাতি অলরাউন্ডারকে দ্রুত নেওয়া হয়েছে অ্যাপোলো হাসপাতালে। দেবাশিষ বললেন, ‘প্রথমে তাঁর এক্স–রে করা হবে। পরে সেলাই দিতে হবে। এই ম্যাচে সে আর খেলতে পারে কি না সন্দেহ আছে।’
সাকিবের বদলে ফিল্ডিং করেছিলেন নাসির হোসেন। কিন্তু তাঁর ব্যাটিংয়ে বদলি কাউকে নামানো যাবে না। তাই ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনের দলই হয়ে গেল বাংলাদেশ!