শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পূর্বাহ্ন
ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান ‘সুপার হিরো’ নামের নতুন একটি ছবির শুটিং করতে বর্তমানে অস্ট্রেলিয়া আছেন। কিন্তু সেখানে প্রচণ্ড জ্বরের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। শারীরিকভাবে ফিট না থাকা সত্ত্বেও গত সপ্তাহের সোমবার এ উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় যান তিনি। তবে এখন পর্যন্ত শুটিংয়ে অংশ নিতে পারেননি। কারণ ব্যাংকক ও কলকাতায় কয়েকবার যাওয়া-আসার কারণে গরম-ঠান্ডা মিলিয়ে আগেই আবহাওয়াজনিত জ্বরে আক্রান্ত ছিলেন শাকিব। আর অস্ট্রেলিয়া পৌঁছানোর পর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তাকে ভর্তি করা হয়েছে সিডনির একটি হাসপাতালে। সেখানে তাকে দেখভাল করছেন শবনম বুবলী। কারণ ‘সুপার হিরো’ ছবিতে তিনিই শাকিবের সহশিল্পী। সময় পেলেই তিনি হাসপাতালে দেখতে যাচ্ছেন শাকিবকে।
শাকিবের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার বন্ধু ও চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন। তিনি বলেন, ‘সিডনিতে যাওয়ার আগেও শাকিবের শারীরিক অবস্থা ভালো ছিল না। কারণ পর পর সে বেশ কিছু ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিল। বিভিন্ন দেশে শুটিং করেছে। বারবার আবহাওয়া পরিবর্তনের কারণে মূলত তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জ্বর-ঠান্ডা হয়েছে। জ্বরে আক্রান্ত হওয়ার কারণে এখনো শুটিং শুরু করতে পারেননি। এমনকি ঠন্ডা বেশি লাগার কারণে ঠিকমতো কথাও বলতে পারছেন না। আমার সঙ্গে কথা হয়েছে। তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে সিডনির একটি হাসপাতালে রয়েছেন।’