রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন
বিশ্ব ক্রিকেটের অন্যতম গ্ল্যামারাস টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)। দশ পেরিয়ে এ বার এগারোতে পা দিতে চলেছে আইপিএল। তবে, প্রতি বছর এই আইপিএলের সময় কোনও না কোনও দেশের সিরিজ থাকে। ফলে বিশ্বের সেরা ক্রিকেটাররা অংশ নিলেও অনেক সময় দেশের হয়ে খেলতে তাঁদের মাঝ মরসুমেই আইপিএলকে বিদায় জানাতে হয়। এই বিষয়টা যাতে কিছুটা কমানো যায় সেই বিষয় এ বার সচেষ্ট হল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া(বিসিসিআই)।
এত দিন কোনও দেশ থেকে কোনও ক্রিকেটার খেললে তাঁর আয়ের দশ শতাংশ সংশ্লিষ্ট বোর্ডকে দিত বিসিসিআই। এ বার সেই ১০ শতাংশ বাড়িয়ে ২০ শতাংশ করার সিদ্ধান্ত নিল বিসিসিআই।
আইপিএল কমিটির চেয়ারম্যান রাজীব শুক্ল বলেন, “যে দেশ পুরো টুর্নামেন্টের জন্য তাঁদের ক্রিকেটারদের ছাড়বেন সেই বোর্ডকে ক্রিকেটার পিছু ২০ শতাংশ করে টাকা দেবে বিসিসিআই।”
আইপিএলের একাদশ আসরে দল পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আর মুস্তাফিজ খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তাই মুস্তাফিজ ও সাকিব যদি আইপিএলের পুরো মৌসুম খেলতে পারেন তাহলে বিসিবিকে সাকিব ও মুস্তাফিজের আয়ের ২০ শতাংশ অর্থ দেবে বিসিসিআই।