রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনা। বৃহস্পতিবার নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে সেমিফাইনালের প্রথম লিগে লুইস সুয়ারেজের গোলে ভ্যালেন্সিয়াকে ১-০ গোলে হারিয়েছে বার্সা।
৬৭ মিনিটে অচলবস্থার অবসান ঘটান লুইস সুয়ারেজ। এ সময় বামপ্রান্ত থেকে উঁচু করে ডি বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। ডানপ্রান্তে পেনাল্টি বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা সুয়ারেজ জোরালো হেড দেন। বল গিয়ে ভ্যালেন্সিয়ার একজন রক্ষণভাগের খেলোয়াড়ের মাথায় লেগে জালে আশ্রয় নেয় (১-০)। বার্সার হয়ে সবশেষ ১০ ম্যাচে সুয়ারেজের এটি ১২তম গোল।
মিনিট পাঁচেক পর গোল শোধ করার সুযোগ পেয়েছিল ভ্যালেন্সিয়া। প্রায় ৩০ গজ দূর থেকে ফরাসি মিডফিল্ডার কোকেলিনের নেয়া শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় বার্সেলোনা।
এরপর ব্যবধান বাড়ানোর মতো কয়েকটি সুযোগ নষ্ট করেছে বার্সা। ভ্যালেন্সিয়া গোলরক্ষকের বুদ্ধিমত্তায় আর গোলের দেখা পায়নি ভালভার্দের শিষ্যরা।