রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ডিজিটাল আইনের নামে সত্য কথা বলার অধিকার হরণ করা হয়েছে। সাংবাদিকরা মিডিয়া, টকশোতে সত্য কথা বললেই তাদের গায়ে কাঁটা ফোটে।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে দলটির জাতীয় নির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা নিয়ে খালেদা জিয়া বলেন, নিম্ন আদালত সরকারের কবলে চলে যাওয়া সঠিক রায় হবে না। এ বিচারে জনগণের কোনো সমর্থন নেই। গায়ের জোর দিয়ে বিচার করতে চাইছে সরকার।
খালেদা আরো বলেন, সহায়ক সরকার হলে নির্বাচনে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। এ জন্য সহায়ক সরকারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি।
বিএনপি চেয়ারপারসন আরো বলেন, নির্বাহী কমিটির বহু কমিটির নেতা আজ কারাগারে। জনগণের সব গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিয়েছে। যার প্রমাণ আজকের এই সভা। আমরা তো এ সভা এখানে করতে চাইনি। বাধ্য হয়ে করছি।