শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন
রেফারি ফরাসি বংশদূত টনি শ্যাপরন। লিগ ওয়ানে দিয়েগো কার্লোসকে লাথি মারার পর কার্ড দেখিয়ে মাঠছাড়া করেন। ম্যাচে নতেঁর ডিফেন্ডারের সাথে এমন আচরণ করায় অবশেষে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ফরাসি রেফারিকে।
গত ১৪ জানুয়ারি পিএসজির কাছে নতেঁর ১-০ গোলে হারের ম্যাচে এই ঘটনা ঘটে। এর মধ্যে তিন মাসের শাস্তি কার্যকর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
ম্যাচের এক পর্যায়ে অসাবধানতাবশত কার্লোসের পায়ে লেগে পড়ে যাওয়ার পর এই সেন্টার ব্যাককে লাথি মারতে দেখা যায় শাপরোনকে। তার এমন আচরণ অবাক করে খেলোয়াড়, সমর্থক ও ফুটবল বোদ্ধাদের।
এতেই দমে যাননি ৪৫ বছর বয়সী এই রেফারি। কার্লোসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন তিনি। এই ঘটনায় তাকে নিষিদ্ধের দাবি জানায় নতেঁর কর্মকর্তারা।
ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় কার্লোসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও শাস্তির মুখে পড়তে হচ্ছে শাপরোনকে। অবশ্য, ফ্রান্সের রেফারিং কর্তৃপক্ষের টেকনিক্যাল ডিরেক্টরের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা শেষে শাপরোন লিগ ওয়ান ও লিগ টু এর ম্যাচে রেফারির দায়িত্ব পালন করতে পারবেন।