শনিবার, ১২ Jul ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনভর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ গ্রাম হেরোইন ও ১০২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রুজু হয়েছে।