মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
মোঃ আবুল বাশার পলাশঃ ময়মনসিংহের নান্দাইলে ২টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১জানুয়ারি নান্দাইল মডেল থানার বিপরীতে অবস্থিত ২টি দোকানে এই জরিমানা করা হয়। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর নান্দাইল মডেল থানার বিপরীতে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামক একটি মোদি দোকানে একজন ক্রেতা প্যাকেটজাত পণ্য কিনতে গিয়ে দেখেন সেটি মেয়াদোত্তীর্ণ হয়েছে। পরে তিনি বিষয়টি ফেসবুক গ্রুপ নান্দাইল হেল্পলাইনে পোস্ট করেন। তা উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে, তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আদেশ করেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার ০১ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। তখন ভেজাল পণ্য রাখার প্রমাণ পাওয়ায় বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার টাকা এবং তার পার্শ্ববর্তী দোকানদারকে একই অভিযোগে ৬ হাজার টাকা জরিমানা করেন।