মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ চলমান এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের  একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।

সোমবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কক্ষ নম্বর ২০৩ ও ২০৪ এ সরবরাহ করা হয় ২০১৮ সালের প্রশ্নপত্র। পরীক্ষার শুরুতে দায়িত্বরত শিক্ষকদের এমন অসাবধারনতার কারণে পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পরে।

বাঁকি পরীক্ষায় যেন কোন সমস্যা না হয় সে কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানায়, প্রথমে যে প্রশ্নপত্রটি তাদের সরবরাহ করা হয়েছে তা ২০১৮ সালের । প্রশ্নপত্রে কোন কমন না থাকায় পরীক্ষার্থীদের প্রশ্নপত্র নিয়ে সন্দেহ হলে তারা পরীক্ষা কক্ষের শিক্ষকদের বিষয়টি অবগত করে। এর পর প্রায় পনের মিনিট অতিবাহিত হবার পর শিক্ষকরা কক্ষ ২০৩ নম্বর কক্ষের ১৬জন ও ও ২০৪ নম্বর কক্ষের ১৬ জন পরীক্ষার্থীর প্রশ্নপত্র পরিবর্তন করে নতুন প্রশ্নপত্র সরবরাহ করেন।

এবিষয়ে কক্ষ নম্বর ২০৩ ও ২০৪ কক্ষের দায়িত্বরত কক্ষ পরিদর্শক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  রবিউল আওয়াল ও সহিদুর রহমান জানান, ভুল বশত ২০১৮ সালের প্রশ্নপত্র দেয়া হয়েছিল। কিন্তু তাৎক্ষনিক ভাবে পরীক্ষার্থীদের পুণরায় নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয়, এত পরীক্ষার্থীদের কোন সমস্যা হয় নাই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহা খাতুন বলেন, এঘটনাটি খুবই দু:খজনক। ওই কক্ষের দায়িত্বরত শিক্ষকদের ভুলের কারণে এমন ঘটেছে। এবিষয়ে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এবছর ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ২৪টি কেন্দ্রে ১৯ হাজার ৮ শত ৩৯ জন , ভোকেশনালে ৯টি কেন্দ্রে ২ হাজার ১শত ৩১জন ও দাখিল এ ৭টি কেন্দ্রে ৩ হাজার ১ শত ২৯ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে এসএসসিতে ৫৩জন ও ভোকেশনাণে ৪২জন অনুপস্থিত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com