সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ

ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ

অন্তর রায় প্রিন্স, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ চলমান এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের  একটি কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।

সোমবার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কক্ষ নম্বর ২০৩ ও ২০৪ এ সরবরাহ করা হয় ২০১৮ সালের প্রশ্নপত্র। পরীক্ষার শুরুতে দায়িত্বরত শিক্ষকদের এমন অসাবধারনতার কারণে পরীক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পরে।

বাঁকি পরীক্ষায় যেন কোন সমস্যা না হয় সে কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানায়, প্রথমে যে প্রশ্নপত্রটি তাদের সরবরাহ করা হয়েছে তা ২০১৮ সালের । প্রশ্নপত্রে কোন কমন না থাকায় পরীক্ষার্থীদের প্রশ্নপত্র নিয়ে সন্দেহ হলে তারা পরীক্ষা কক্ষের শিক্ষকদের বিষয়টি অবগত করে। এর পর প্রায় পনের মিনিট অতিবাহিত হবার পর শিক্ষকরা কক্ষ ২০৩ নম্বর কক্ষের ১৬জন ও ও ২০৪ নম্বর কক্ষের ১৬ জন পরীক্ষার্থীর প্রশ্নপত্র পরিবর্তন করে নতুন প্রশ্নপত্র সরবরাহ করেন।

এবিষয়ে কক্ষ নম্বর ২০৩ ও ২০৪ কক্ষের দায়িত্বরত কক্ষ পরিদর্শক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  রবিউল আওয়াল ও সহিদুর রহমান জানান, ভুল বশত ২০১৮ সালের প্রশ্নপত্র দেয়া হয়েছিল। কিন্তু তাৎক্ষনিক ভাবে পরীক্ষার্থীদের পুণরায় নতুন প্রশ্নপত্র সরবরাহ করা হয়, এত পরীক্ষার্থীদের কোন সমস্যা হয় নাই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালেহা খাতুন বলেন, এঘটনাটি খুবই দু:খজনক। ওই কক্ষের দায়িত্বরত শিক্ষকদের ভুলের কারণে এমন ঘটেছে। এবিষয়ে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এবছর ঠাকুরগাঁওয়ে এসএসসিতে ২৪টি কেন্দ্রে ১৯ হাজার ৮ শত ৩৯ জন , ভোকেশনালে ৯টি কেন্দ্রে ২ হাজার ১শত ৩১জন ও দাখিল এ ৭টি কেন্দ্রে ৩ হাজার ১ শত ২৯ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে এসএসসিতে ৫৩জন ও ভোকেশনাণে ৪২জন অনুপস্থিত রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com