সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন
ইব্রাহীম সুজন, নীলফামারী:
নীলফামারীতে ভিশন ২০২১ আয়োজিত ছড়া ও কবিতা লিখণী প্রতিযোগিতায় প্রায় ৩২ হাজার ক্ষুদে কবিদের পুরস্কৃত করলো স্বেচ্ছাসেবী সংগঠন ভিশন ২০২১। অংশগ্রহণকারীদের ৫০০ কবিতা ও ছড়া নিয়ে “আমরা করবো জয়” নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নুর এমপি।
আজ রবিবার নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত এবং মুজিব বর্ষের লোগো দিয়ে অতিথিরা বেলুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সুচনা করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিশু কথা সাহিত্যিক আখতার হুসেন, আলম তালুকদার, নাট্যকার ও অভিনয় শিল্পী চ ল চৌধুরী, শাহনাজখুশি, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান শায়েখ, শিশু সাহিত্যিক রমজান মাহমুদ, প্রথম আলোর উপ-সম্পাদক লাজ্জাত পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড ক্রিয়েটিভের সম্পাদক মাহবুব রেজা, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক প্রমুখ।
ভিশন ২০২১ এর প্রধান সমন্বয়ক ওয়াদুদ রহমান জানান, “২০১৫ সাল থেকে এই প্রতিযোগিতার কাজটি করে আসছে স্বেচ্ছা সেবী সংগঠন ভিশন ২০২১। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্কুল থেকে ছড়া লিখন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছিল ৩১ হাজার ৮০০ ক্ষুদে শিক্ষার্থী। তাদের লেখা ৫০০ কবিতা ছড়া বাছাই করে “আমরা করবো জয়” নামক একটি বইয়ে ছাপানো হয় এবং সেই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।