মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
২-০ গোলের ব্যবধানে ভালেন্সিয়াকে হারিয়ে কোপা দেল রের ফাইনালে উঠল প্রতিযোগিতার সর্বোচ্চ ২৯বারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দাপুটে নৈপুণ্য দেখাতে শুরু করে বার্সা। ৪৯ মিনিটে কাতালানরা পায় প্রথম গোল। লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে সেটি জালে জড়িয়ে দেন ফিলিপ্পে কুতিনহো। বার্সার জার্সি গায়ে এটাই ছিল ব্রাজিলিয়ান এই প্লেমেকারের প্রথম গোল। আর ৮২ মিনিটের মাথায় দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইভান রাকিতিচ। এই গোলটিরও নেপথ্য কারিগর ছিলেন সুয়ারেজ।
এই নিয়ে টানা পঞ্চমবারের মতো কোপা দেল রের ফাইনালে উঠল বার্সেলোনা। আর সব মিলিয়ে বার্সা এবার খেলবে ৪০তম ফাইনাল। কিংস কাপ বলে পরিচিত এই প্রতিযোগিতার সত্যিকারের রাজাই যেন বার্সেলোনা। তাদের চেয়ে বেশি আর কেউই যেতে পারেনি এই টুর্নামেন্টের ফাইনালে। সবচেয়ে বেশি, ২৯বার এই শিরোপাও জিতেছে বার্সেলোনা।
২১ এপ্রিল ফাইনালে প্রতিযোগিতায় পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা।