বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
যে দল প্রথম ইনিংসে ১১০ রানে অল-আউট হয়ে গেছে সেই দলের একজনের মুখে এমন কথা শুনে অবাক লাগাটাই স্বাভাবিক। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ইতিহাস খুবই খারাপ। তারপরও শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট জয়ের স্মৃতি টেনে এনে তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ বললেন, ঢাকা টেস্ট জেতা অসম্ভব কিছু নয়!
ম্যাচের দ্বিতীয় দিন শেষেই ৩১২ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ। হাতে থাকা দুই উইকেট নিয়ে আজ তৃতীয় দিন ব্যাট করবে শ্রীলঙ্কা। রান যে আরও কিছু বাড়বে তাতে সন্দেহ নেই। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘শ্রীলঙ্কায় ২০০ প্লাস রান চেজ করে আমরা একটা ম্যাচ জিতেছি। এবার দেশের মাটিতে ৩০০ প্লাস রান ব্যাটসম্যানরা একটু দ্বায়িত্ব নিয়ে খেললেই জেতা সম্ভব।’
প্রথম ইনিংসে মাত্র ৩ রানে শেষ ৫ উইকেটের পতন নিয়ে মিরাজ বলেন, ‘প্রথম ইনিংসে যা হয়েছে তা ভুলে গিয়ে টপ অর্ডারের সবাই রান করতে পারলে টার্গেট যাই হোক তা চেজ করা সম্ভব।’
দ্বিতীয় দিনে উইকেটে তেমন বেশি পরিবর্তন হয়নি, তবে বাংলাদেশের স্পিনাররা সেভাবে চাপ সৃষ্টি করতে পারেনি প্রতিপক্ষের উপর। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ২২২ রান করেছে। তাদের স্পিনাররা নির্দিষ্ট একটা জায়গায় বল করে বাংলাদেশের রানের গতি থামিয়ে দিয়েছেন। ব্যাটিংয়ের সময় লঙ্কান ব্যাটসম্যানরাও বেশি সতর্ক ছিল। যে কারণে খুব একটা সুযোগ পাওয়া যায়নি বলেও মনে করেন মিরাজ।