সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইপিজেডে দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত ২০ মির্জাপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিএনপি নেতা সাঈদ সোহরাব-এর কম্বল বিতরণ অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে দেশে ফেরত পাঠানো উচিত: ড. ইউনূস বাকলিয়ায় সানরাইজ গ্রামার স্কুলের ২৫তম শাখার শুভ উদ্বোধন মাস ব্যাপি পর্যটন মেলা উদ্বোধন হয়েছে কুয়াকাটায় যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে পালাচ্ছেন মানুষ, পুড়ে ছাই ১১০০ ঘরবাড়ি সিরাজগঞ্জে টাকাসহ তিন ছিনতাইকারী আটক সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আটক উত্তরায় শীতবস্ত্র বিতরণে ইঞ্জিনিয়ার আবদুল হাই ভূঁইয়ার মানবিক উদ্যোগ পোশাকে বাবার বিধিনিষেধ, কীভাবে শোবিজে এলেন প্রিয়াঙ্কা?
ফিঙ্গারপ্রিন্ট নয় এবার হাতের তালু দিয়ে খুলবে ল্যাপটপ!

ফিঙ্গারপ্রিন্ট নয় এবার হাতের তালু দিয়ে খুলবে ল্যাপটপ!

এতদিন ফিঙ্গারপ্রিন্টের মূল্য ছিল৷ হাতের আঙুল কেটে গেলে অনেকেই চিন্তিত হয়ে পড়তেন ডিভাইস এবার কীভাবে খোলা যাবে? কয়েকদিনের জন্য বিকল্প ব্যবস্থা খুঁজতে হত৷ ফিঙ্গারপ্রিন্ট এখনও অমূল্য৷ কিন্তু সেই সঙ্গে মূল্যবানের তালিকায় সাম্প্রতিক সংযোজন হাতের তালু৷ এবার ফিঙ্গারে সমস্যা থাকলে আপনি ল্যাপটপ খুলতে পারবেন হাতের তালুর সাহায্যও৷

সম্প্রতি প্রযুক্তিতে ফের সাড়া ফেলল মাইক্রোসফট৷ তবে এবার উইন্ডোজের নতুন কোনও ভার্শন নয়৷ মাইক্রোসফট এবার সুরক্ষার দিকে নজর দিয়েছে৷ সংস্থার পক্ষ থেকে একটি নতুন ফিচার আনা হয়েছে৷ এর নাম- PalmSecure৷ সেটি থাকলে হাতের তালু সুরক্ষা দেবে আপনার ইলেক্ট্রনিক ডিভাইসকে৷ এর জন্য ফুজিৎসুর সঙ্গে জোট বেঁধেছে মাইক্রোসফ্ট৷

মাইক্রোসফ্ট জানিয়েছে এই প্লামসিকিওর, ফিঙ্গারপ্রিন্টের থেকেও সুরক্ষিত৷ ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করা যায়৷ কিন্তু এক্ষেত্রে তেমন কোনও সম্ভাবনা নেই৷ এই সিস্টেম হাতের তালুর যাবতীয় তথ্য স্টোর করে রাখবে৷ সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের থেকেও নির্ভরযোগ্য হবে ডিভাইস৷

ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতোই সিস্টেম , ফিঙ্গারপ্রিন্টের থেকেও সুরক্ষিত৷ ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করা যায়৷ কিন্তু এক্ষেত্রে তেমন কোনও সম্ভাবনা নেই৷ এই সিস্টেম-এরও৷ ব্যবহারকারীকে ডিভাইসের উপর হাত রাখতে হবে৷ ডিভাইস স্পর্শ করতে হবে, এমন কোনও কথা নেই৷ ডিভাইসের সঙ্গে হাতের তালুর একটু দূরত্ব থাকলেও অসুবিধা নেই৷ স্ক্যানার সেখান থেকেই ডেটা স্ক্যান করে নেবে৷ কোম্পানি একে ‘contact-less authentication’ বলেছে৷ এই প্রক্রিয়া অনেক দ্রুত৷ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে ডিভাইস খুলতে যা সময় লাগবে, ,ফিঙ্গারপ্রিন্টের থেকেও সুরক্ষিত৷ ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করা যায়৷ কিন্তু এক্ষেত্রে তেমন কোনও সম্ভাবনা নেই৷ এই সিস্টেম-এর সাহায্যে অনেক কম সময়ে ডিভাইস খোলা যাবে৷

ফুজিৎসু জানিয়েছে, প্রত্যেকের হাতের তালু আলাদা রকম৷ প্রত্যেক তালুর আলাদা আলাদা চরিত্র৷ প্যাটার্নও আলাদা৷ এই সেন্সর এই প্যাটার্নগুলিকেই পড়ে৷ তারপরই খুলে যায় ডিভাইস৷

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com