সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ বাবা–মায়ের সঙ্গে অভিমানে সিংড়ায় যুবকের মর্মান্তিক আত্মহত্যা কুড়িগ্রামে এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ: তবু মিলছে না গ্যাস রাণীশংকৈলে জাল দলিল চক্রের এক সদস্য আটক গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টুর জামায়াতে যোগদান ঘিওর–দৌলতপুর–শিবালয়ের সার্বিক উন্নয়নে ভোটারদের প্রতি মোহাম্মদ ইলিয়াস হুসাইনের আহ্বান জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে
দুপুর ১২ টার সময়  ৫০ নং নিকারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ঝুলছে 

বিশেষ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম (শফিক):

ঈদুল আযহা উপলক্ষে সরকার ঘোষিত বিশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ১৭ মে (শনিবার) দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার কথা থাকলেও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৫০ নং নিকারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন।

১৭ মে ২০২৪ সকাল ১১টায় বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা যায়। শিক্ষার্থী কিংবা শিক্ষক কারোরই উপস্থিতি ছিল না। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এসএম সেলিম দীর্ঘদিন ধরে বরিশাল থেকে যাতায়াত করেন এবং প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। অনিয়ম নিয়ে কেউ মুখ খুললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলেও অভিযোগ রয়েছে।
বেলা ১২টার দিকে সহকারী শিক্ষক ফেরদৌস সরদার বিদ্যালয়ে আসেন এবং জানান, “সকালে আমরা হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে গিয়েছি।” দুপুর ১২:৫৮ মিনিটে বিদ্যালয়ের চাবি নিয়ে হাজির হন দপ্তরি মোঃ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “স্যারেরা না থাকলে আমি একা কি করবো।

প্রধান শিক্ষক এসএম সেলিম দুপুর ১টার দিকে বিদ্যালয়ে এসে জানান, “সকালে এসে হাজিরা দিয়ে আমি মেয়েকে বরিশাল সদর গার্লস স্কুল থেকে বাসায় দিয়ে এসেছি, এখন এসে পৌঁছেছি।

তার এমন দায়সারা উত্তরে ক্ষুব্ধ হন অভিভাবকরা। এসময় অভিভাবক এরশাদ আলী অভিযোগ করেন, “প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।”
স্থানীয় অভিভাবক মেহেদি হাসান বলেন, “স্কুলে ভবন আছে কিন্তু শিক্ষা নেই। বাধ্য হয়ে সন্তানদের অন্যত্র পড়াচ্ছি, যদিও এই স্কুল আমাদের বাড়ির একদম পাশে।”
পরে বিদ্যালয়ের লাইব্রেরিতে অভিভাবকরা প্রধান শিক্ষকসহ অন্যান্যদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, নিয়মিত উপস্থিতি না থাকা, দায়িত্বে অবহেলা ও অনিয়মের মতো নানা অভিযোগ রয়েছে শিক্ষকের বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, আমরা অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com