রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

ডিমলায় ছাত্র ফ্রন্টের অদম্য পাঠশালা কার্যক্রম শুরু

ডিমলায় ছাত্র ফ্রন্টের অদম্য পাঠশালা কার্যক্রম শুরু

বাসুদেব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী জেলা ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঝাকুয়া পাড়া মসজিদের বারান্দায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে করোনা দুর্যোগেও পড়াশুনা অব্যাহত রাখতে স্বেচ্ছাশ্রমে বিনাবেতনের স্কুল অদম্য পাঠশালা এর কার্যক্রম শুরু হয়।  করোনা ভাইরাসে গত ১৭ মার্চ থেকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। ডিমলা  উপজেলার শ্রমজীবী ও অসহায় পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুলই একমাত্র ভরসা । সন্তানদের শিক্ষক রেখে প্রাইভেট পড়ানোর আর্থিক সামর্থ্য তাদের নেই। অধিকাংশ পরিবারেই কোন এ্যানড্রোয়েট মোবাইল ফোন নেই, তাই অনলাইন ক্লাস করার সুযোগ নেই তাদের ফলে নিয়মিত পড়াশুনা অব্যাহত রাখা সম্ভব হবে না এবং অনেকেই ঝরে যাবে শিক্ষা থেকে । এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে বৈষম্য ব্যাপকভাবে বেড়ে যাবে যেসব পরিবার অর্থনৈতিকভাবে স্বচ্ছল তাদের সন্তানদের নানা ভাবে বিকল্প ব্যবস্থা রেখে পড়াশোনা করানোর সুযোগ রয়েছে । করোনা ভাইরাসে শিক্ষা গ্রহণ যেন বন্ধ না হয়ে যায় সেই লক্ষে ২ জুন ২০২০ সকাল ৮ টা  থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনাবেতনের স্কুল অদম্য পাঠশালা এর কার্যক্রম শুরু হয় । গ্রামে গ্রামে  যেয়ে দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের সন্তানদের পড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই অদম্য পাঠশালা থেকে। শনিবার থেকে বৃহস্পতিবার সকালে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়ানো হবে । অদম্য পাঠশালায় জয়পুরহাট সরকারি কলেজের প্রাণিবিদ্যা  তৃতীয় বর্ষের ছাত্র রাশেদুজ্জামান রাশেদ এর উদ্যেগে স্বেচ্ছাসেবক হিসেবে সমন্বয় ও পাঠদান করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক,  ছাত্র ফ্রন্ট ডিমলা উপজেলার সভাপতি নীলফামারী সরকারি কলেজের গণিত ১ম বর্ষের ছাত্র জাকির হোসেন, ডিমলা উপলজেলার ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ও নীলফামারী সরকারি কলেজের তৃতীয় বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র মোহাম্মদ  করিম, বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের গণিতের ২য় বর্ষের ছাত্র আবু ছামাদ,  ডিমলা উপজেলার সাংগঠনিক সম্পাদক মহেন রায়, ছাত্র ফ্রন্ট সদস্য মেহেদী হাচান মাসুদ প্রমূখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com