রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয় শিশু সাদিয়াকে

ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয় শিশু সাদিয়াকে

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর আদাবর এলাকায় চার মাস বয়সী শিশু সাদিয়াকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যার রহস্য উন্মোচন করছে পুলিশ। শিশু সাদিয়া হত্যার অভিযোগে পারভিন (২৪) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

ডিসি তেজগাঁও বলেন, শুক্রবার ৩ জুলাই আনুমানিক ১২টার দিকে আদাবর থানার উত্তর আদাবর ৩৮/১০ পানির পাম্প এলাকায় চার মাস বয়সী একটি শিশুকে গলা কেটে হত্যার সংবাদ পায় পুলিশ। দ্রুততম সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও শিশু সাদিয়ার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন।

অপরাধী শনাক্ত ও গ্রেফতার সম্পর্কে ডিসি তেজগাঁও বলেন, পুলিশ পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ, প্রযুক্তি সহায়তা ও গোপন সূত্রের ভিত্তিতে ৫ জুলাই ভিকটিমের প্রতিবেশী পারভিনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন। পূর্ব শত্রুতার জেরে পারভিন ব্লেড দিয়ে শিশু সাদিয়াকে গলা কেটে হত্যা করে। পারভিনের দেখানো মতে তার ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেডটি উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যে পারভীন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ডিসি বলেন, গ্রেফতারকৃত পারভিন একজন গৃহিণী। সে ৫ মাস পূর্বে ঢাকায় আসেন। তার স্বামী একজন রিকশাচালক। ভিকটিম সাদিয়ার পিতা একজন দিনমজুর ও দাদা বস্তির ম্যানেজার। লকডাউন চলাকালে পারভিনের স্বামীকে বাসার সামনে ভিকটিমের দাদা কর্তৃক দোকান করতে না দেওয়া, পারভিনের সন্তানদের সঙ্গে সাদিয়ার মায়ের খারাপ ব্যবহার ও গালিগালাজসহ তুচ্ছ বিষয় নিয়ে বাদানুবাদ হতে শত্রুতা তৈরি হয়। আর এই শত্রুতার জের ধরে সাদিয়ার মাকে একটি উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে পারভিন। ঘটনার দিন ভিকটিমের মা সাদিয়াকে ঘুম পাড়িয়ে রান্না করতে গেলে পারভিন ঘরে ঢুকে ব্লেড দিয়ে সাদিয়াকে গলা কেটে হত্যা করে। সে একাই এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com