মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
কবি কামিনী রায়-জীবনানন্দ দাশ স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজনে কবি জীবনানন্দ দাশ’ র ১১৯ তম জন্মদিন পালিত হয়েছে । ঝালকাঠির মুক্ত মঞ্চে সংগঠনের আহ্বায়ক প্রফেসর কামরুন্নেছা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহম্মদ হামিদুল হক। উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহম্মদ হানিফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডক্টর বাহাউদ্দিন গোলাপ । নলছিটি উপজেলার পক্ষে বক্তব্য রাখেন কবি কামিনী রায় – জীবনানন্দ দাশ স্মৃতি সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস । অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আমাদের আ ফ আজিম তালুকদার ও উজ্জ্বল মজুমদার । উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান আকন্দ, নলছিটির আহ্বায়ক গোলাম মোস্তফা ফিরোজ,যুগ্ম আহ্বায়ক একেএম আলম অপু,নলছিটি নাগরিক ফোরাম’র আহ্বায়ক হাসান আলম সুমন, শিক্ষক মামুন তালুকদার, মাহতাব উদ্দিন টিটু,মিলন হোসেন,মজিবুর রহমান, জাফর ইকবাল,উপজেলা ছাত্র লীগের সম্পাদক রায়হান ,এইচ এম সিজার, সাংস্কৃতিক কর্মি শাহীন আহমেদ, ছাত্র লীগের কলেজ শাখার সম্পাদক ইমাম,অনিক,সৈয়দ বাবু, অন্তু প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহম্মদ হামিদুল হক বলেন এই মহান কবিরা সবার এদের স্মৃতি সংরক্ষণ করতে হবে । তিনি ইতোমধ্যে খোঁজ খবর নিচ্ছেন সবার সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করবেন । এ ধরনের একটি উদ্যোগ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান । প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সুধিজনেরা আশ্বস্ত হন এবং করতালি দিয়ে স্বাগত জানান । উদ্বোধক প্রফেসর মোহম্মদ হানিফ বলেন বাংলা সাহিত্যের এই দুই কবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন অচিরেই তাদের স্মৃতি সংরক্ষণ করতে হবে । তিনি নিজেও কবি জীবনানন্দ দাশ ‘র নামে সামান্যতম কিছু হলেও করেছেন ।