মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
জিম্বাবুয়েকে ১৪৬ রানে হারিয়ে ৫ ম্যাচ সিরিজ ৪-১ এ জিতে নিয়েছে আফগানিস্তান। যেন আফগানিস্তানের কাছে দাঁড়াতেই পারলো না এক সময়ের শক্তিশালী দল জিম্বাবুয়ে।
দুবাইর শারজাহতে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেয় মোহাম্মদ শাহজাদ। দ্বিতীয় উইকেটে ১২৯ রানের জুটি গড়েন জাভেদ আহমাদি (৭৬) ও রহমত শাহ (৫৯)। দুইজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি।
কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। ১ উইকেটে ১৪২ থেকে হঠাৎ ধসে আফগানিস্তানের স্কোর পরিণত হয় ১৭৭/৭। সেখান থেকে দলকে আড়াই শ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব রশিদ খান ও শরাফউদ্দিন আশরাফের। শেষমেষ ২৪১ রান করে তারা।
আফগানদের দেওয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলটি ৩২.১ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৩৪ রান করেন ক্রেইগ আরভিন। ২৭ রান করেন টেইলর।
১৩ রানে ৩ উইকেট নিয়ে আফগানিস্তানের সেরা বোলার লেগ স্পিনার রশিদ। দুটি করে উইকেট নেন আশরাফ ও মোহাম্মদ নবি।