বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কাফনে মুড়িয়ে লাশ বয়ে চলেছে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স, পিছনে ছুটেছে পুলিশের একটি দল। সন্দেহ হওয়ায় গাড়ি থামিয়ে চেক করতেই পুলিশের চোখ অবাক! কাফনে লাশ নেই , আছে ফেন্সিডিল। এক দুই বোতল নয়, দুই হাজার বোতল! পরে, ফেন্সিডিলসহ লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স জব্দ করে পুলিশ।
তবে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের এই চক্র রোববার বিকালে ঢাকার শাহবাগে ধরা পড়েছে।
এই পাচারে যুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মো. সোহেল মিয়া ওরফে এমিলি (২৫) ও রোমন (২৩)।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তল্লাশি করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ফেন্সিডিল ভরতি বস্তা উদ্ধার করা হয়।”
তিনি বলেন, “মাদক কারবারি কৌশল হিসেবে লাশবাহী অ্যাম্বুলেন্সের ভিতরে সাদা কাপড়ে মুড়িয়ে লাশের আদলে ফেনসিডিল বহন করছিল। আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিতে একটি কালো রংয়ের মাইক্রোবাসে যাত্রী সেজে লাশের গাড়ির পিছনে আসছিল।”
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কুমিল্লা, যশোর, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে বিভিন্ন জায়গায় সরবরাহ করে। এই চালানটি এনেছিল কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে।
এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে।
মশিউর বলেন, “তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে মাদকদ্রব্য ফেনসিডিল এনে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করছিল।