মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিনের আশ্বাসে গতকাল মঙ্গলবার রাতে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম।
তিনি বলেন, নেতাকর্মীদের মামলায় না জড়ানো, আটককৃতদের মুক্তি ও প্রক্টরের অপসারণের বিষয়টি ভিসি স্যার বিবেচনায় নেওয়ার আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।
প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি আবাসিক হলে পুলিশী তল্লাশী ও ১২ কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রক্টর আলী আজগর চৌধুরীর পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয় নাছির অনুসারী গ্রুপ।