বুধবার, ০২ Jul ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাগমারায় পথশিশু ধর্ষণ: সপ্তাহ পেরিয়ে গেলেও সনাক্ত হয়নি আসামি আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার লালমনিরহাটে পরিকল্পনাহীন নগরায়ণের ছোবলে ফুরিয়ে যাচ্ছে কৃষি জমি বিদ্যালয়ে সহপাঠীর হামলায় আহত ছাত্র, হামলাকারীদের শাস্তির দাবি অভিভাবকের গোপালগঞ্জে শ্বশুরবাড়ি থেকে ভুয়া সেনা সদস্য আটক বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ৭ গোলের বিশাল জয় কলাগাছিয়া গ্রামে কাদা-মাটির নিচে থাকা সড়ক যেন মরণ ফাঁদ এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা উদ্ধার দেশের ইতিহাসে এক বছরে প্রবাসী আয়ে রেকর্ড
আবারও ‘গোল্ডেন ডাক’ মারার রেকর্ড নিজের করে নিলেন আফ্রিদি

আবারও ‘গোল্ডেন ডাক’ মারার রেকর্ড নিজের করে নিলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক: ব্যাটসম্যানদের জন্য চরম লজ্জাজনক ব্যাপারটি হলো প্রথম বলে ‘ডাক’ মারা। ক্রিকেটীয় ভাষায় যাকে বলে ‘গোল্ডেন ডাক’। এই কর্ম করে পাকিস্তানের সাবেক তারকা শহিদ আফ্রিদি বহু আগেই ‘ডাকবাবা’ কিংবা ‘ডাক মাস্টার’ উপাধি পেয়ে গেছেন। ডাক মারার রেকর্ডে তার প্রতিদ্বন্দ্বী উইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো। প্রথম বলে শূন্যের রেকর্ডটা নিয়ে এই দুজনের মাঝেই বেশ রেষারেষি চলছে। অবশেষে গতকাল আবারও ‘গোল্ডেন ডাক’ মারার রেকর্ড নিজের করে নিলেন আফ্রিদি।

লঙ্কান প্রিমিয়ার লিগে ক্যান্ডি টাস্কারসের সঙ্গে গল গ্ল্যাডিয়েটরসের ম্যাচে আফ্রিদি ‘ডাক’ মারেন। দলের তখন মহাবিপদ। ১৯৬ তাড়া করতে নামা আফ্রিদির দল ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল। সেকুগে প্রসন্নর বল ঠিকভাবে খেলতে না পেরে বল আকাশে তুলে দেন অধিনায়ক আফ্রিদি। এটাই ছিল তার খেলা প্রথম বল। পঞ্চম উইকেট জুটিতে কোনো অবদান না রেখেই দলকে মহাবিপদে রেখে প্যাভিলিয়নে ফিরেন আফ্রিদি। ক্যাচ নিতে ভুল হয়নি ফিল্ডারের।

আফ্রিদি এ পর্যন্ত যে টুর্নামেন্টেই খেলেছেন, প্রতিটিতেই অন্তত একটি করে ‘ডাক’ মেরেছেন। প্রথমবারের মতো শুরু হওয়া লঙ্কান লিগেও মারলেন। আপাতত ১৭টি গোল্ডেন ডাক নিয়ে শীর্ষে আছেন আফ্রিদি। ১৬ বার আউট হয়ে ব্রাভো আছেন দুই নম্বরে।  করোনা-বিরতির আগে দুজনই ১৫টি গোল্ডেন ডাক নিয়ে সমতায় ছিলেন। তবে ব্র্যাভো আইপিএলে খেলে আফ্রিদিকে ছাড়িয়ে গিয়েছিলেন। এবার আফ্রিদি আবারও ‘ডাক’ মারার রেকর্ড নিজের দখলে নিলেন! বিস্ময়কর ব্যাপার হলো, তৃতীয় স্থানে আছেন তিন তারকা। সমান ১৪ বার প্রথম বলে আউট হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথ, বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের উমর আকমল!

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com