বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
আশুলিয়া প্রতিনিধিঃ সাভার উপজেলা এলাকায় কাউয়ামুক্ত আওয়ামী লীগ চেয়ে পোষ্টার ছাঁপিয়েছে তৃণমুল আওয়ামী লীগ। “কাউয়া মুক্ত সাভার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন চাই, কাউয়া করে কা কা দলের বাজে বার টা” এমন লেখা যুক্ত পোষ্টার টাঙানোয় এলাকাজুড়ে আলোচনা- সমালোচনার ঝড় উঠেছে। এছাড়া পোষ্টারে লেখাটির ডান পাশেই বড় একটি কাকের ছবি রয়েছে।
পোষ্টারগুলো জনগনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সামনে ছাপানো পোষ্টার দেখে অনেক জনগন জানান, সকালে কাজে যাওয়ার সময় লাল রঙের একটি পোষ্টার দেখতে পাই। একটু সামনে এগিয়ে গিয়েই দেখি আরও অসংখ্য পোষ্টার। শুধু ক্লাব সড়কেই নয়, পুরো শহর জুড়েই এমন পোষ্টার দেখা যাচ্ছে।
জানা গেছে, গত বছরের মার্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের সিলেটে বিভাগীয় তৃণমূল সমাবেশে আওয়ামী লীগে ‘কাউয়া’ ঢুকেছে বলে মন্তব্য করেছিলেন।