শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেশ কিছু পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।আশঙ্কা তৈরি হয়েছে বন্যার।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ৯ টার পর তিস্তা ব্যারাজ পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে তিস্তার পানি জেলার ৫ উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে বন্যার দেখা দিয়েছে।
তিস্তা ব্যারাজের পানি বিজ্ঞান শাখার উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস আলী জানান, ভারত থেকে প্রচণ্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। তিস্তা ব্যারাজের সব গেট খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আরও কি পরিমাণ পানি আসবে তা ধারনা করা যাচ্ছে না। তবে পানি আরও বাড়তে পারে বলে জানান ওই কর্মকর্তা।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারত থেকে আসা পানির ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।