শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৩ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে ২য় দিনে সরকারের দেয়া বিনা মূল্যে চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬১ জন।
হাসপাতার সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। করোনা ভাইরাসের সংক্রমনের হার বৃদ্ধির কারনে মানুষ এখন প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভীর করছেন টিকা গ্রহনের জন্য।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন জানান, করোনার টিকা প্রদানের জন্য মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২য় দিনের মতো ৬১ জন ব্যক্তিকে সিনোফার্মের টিকা দেয়া হয়।
যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি তারা নতুন করে রেজিস্ট্রেশন করে চীনের সিনোফার্মের টিকা গ্রহন করতে পারবেন।
এছাড়া যারা আগে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারেননি তাদের এই টিকা প্রদান করা হবে বলেও জানান তিনি।###