শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে রোগিদের সেবা দেয়ার জন্য ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ কে অক্সিজেন সিলিন্ডার ও ৯টি পালস অক্সিমিটার দিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। সোমবার (২৬ জুলাই) বিকেলে সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি’র হাতে এসব স্বাস্থ্য উপকরনগুলো তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রবিউল ইসলাম ও সংগঠনের সদস্যবৃন্দ প্রমুখ। এ বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি জানান, করোনা মহামারীতে পালস অক্সিমিটার যন্ত্রটি আমাদের গৌরীপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মানুষের সেবায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের আন্তরিক প্রচেষ্টায় এ মহৎ কাজটি বাস্তবায়ন হয়েছে। তিনি জানান, সংগঠনের স্বেচ্ছাসেবকরা গৌরীপুর পৌর শহরে প্রতিদিন ৯টি পয়েন্টে এসব স্বাস্থ্য উপকরনের মাধ্যমে বিনামুল্যে মানুষকে সেবা দিয়ে যাবেন।