শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
নদী বেষ্টিত জেলার হিজলা, মুলাদী ও কাজিরহাট থানা এলাকার করোনা আক্রান্ত রোগীদের মধ্যে বাসায় গিয়ে বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছেন আর্তনাদ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জেলা শহর থেকে দুর্গম হিজলা, মুলাদী, কাজিরহাট এলাকায় বসবাসরত মানুষ যাতে করোনায় আক্রান্ত হলে অক্সিজেন সংকটে না পরেন সেজন্য গত ৭ জুলাই থেকে নিজস্ব অর্থায়নে সংগঠনের কর্মীরা এ সেবা দিয়ে আসছেন। হটলাইন নাম্বারে (০১৭৪৩-১৬৬৮৬২) কল দিলে বাসায় পৌঁছে যাচ্ছে বিনামূল্যে অক্সিজেন সেবা।
আর্তনাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফোরকান মাহমুদ বলেন, প্রতিনিয়ত অসংখ্য মানুষ কল করছে কিন্তু সিলিন্ডার সংখ্যা কম হওয়ায় তাদের সবাইকে সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া মুলাদীতে অক্সিজেন রিফিল করার ব্যবস্থা না থাকায় বরিশাল শহরে গিয়ে অক্সিজেন রিফিল করতে বেগ পেতে হচ্ছে। তিনি আরও বলেন, সিলিন্ডার সংখ্যা বাড়াতে পারলে চাহিদা অনুযায়ী অধিক মানুষকে সেবা প্রদান করা সম্ভব হবে।###