মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

২১ আগস্ট থেকে মেডিক্যাল কলেজগুলোতে সশরীরে পাঠদান শুরু

২১ আগস্ট থেকে মেডিক্যাল কলেজগুলোতে সশরীরে পাঠদান শুরু

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির সংক্রমণ তাণ্ডবের মাঝে দীর্ঘ প্রায় দুই বছর পর দেশের সব মেডিক্যাল কলেজ খুলে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২১ আগস্ট থেকে মেডিক্যাল কলেজগুলোতে সশরীরে পাঠদান শুরু হবে।

জানা গেছে, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে সম্প্রতি দেশের সব মেডিক্যাল কলেজ খুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। পরে সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২১ আগস্ট থেকে দেশের সব মেডিক্যাল কলজে খোলা হলেও শুরুতে শুধুমাত্র পঞ্চম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ক্লাস নেওয়া হবে। তবে এরপর পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় মেডিক্যাল কলেজগুলো খুলে দেওয়ার জন্য জাতীয় কারিগরি পরামর্শক কমিটির কাছে অনুমতি চাওয়া হয়েছিল। তারা আগামী ২১ আগস্ট থেকে মেডিক্যাল কলেজ খোলার অনুমতি দিয়েছে।

তিনি জানান, এখনো আমাদের হাতে অনুমতিপত্র আসেনি। আগামী সোমবার (১৬ আগস্ট) অথবা মঙ্গলবার (১৭ আগস্ট) অনুমতিপত্র পেতে পারি। এরপর সেটি দেখে আদেশ জারি করা হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওই কর্মকর্তা আরও জানান, শুরুতে দ্বিতীয় ও পঞ্চম বর্ষের ক্লাস শুরু হবে। কিছুদিন পর দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা। সে জন্য তাদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এ ছাড়া পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা ইন্টার্ন করবে। এই দুই ব্যাচের ক্লাসের অবস্থা দেখে আগামী মাস থেকে সব বর্ষের ক্লাস শুরু করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com