শুক্রবার, ১৮ Jul ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে এনসিপি ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে-৫ গার্ডিয়ান লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত খেলনায় বিপজ্জনক মাত্রার সীসা: স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ফ্রি ইন্টারনেট ডে’ আজ, যেভাবে বিনামূল্যে পাবেন ১ জিবি জুলাই গণঅভ্যুত্থানের  স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন রূপগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেরপুরের শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড, বেতন ফেরতের নির্দেশ ভূয়া জুলাই যোদ্ধা গেজেটভূক্ত হওয়ায় নেত্রকোনায় সংবাদ সম্মেলন লালমনিরহাটে নার্সারী বাগান করে তরুণ উদ্যোক্তারা স্বাবলম্বী সৌদিতে মুদি দোকানে যেসব পণ্য বিক্রি নিষিদ্ধ হলো
ঝিকরগাছার কৃতি সন্তান প্রবাসে অবস্থান করেও. ভুলেননি ক্রিকেট

ঝিকরগাছার কৃতি সন্তান প্রবাসে অবস্থান করেও. ভুলেননি ক্রিকেট

বেনাপোল থেকে রফিকুল ইসলাম:
কথায় আছে “ইচ্ছা থাকলে উপায় হয়” –বলছিলাম একজন ক্রিকেট প্রিয়’র। যে সুদূর প্রবাসে গিয়েও ক্রিকেট খেলা ভুলতে পারেনি। তার নাম আবুল কালাম আজাদ।সে যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের জগদানন্দকাটি গ্রামের কৃতি সন্তান।বর্তমানে এখন যুক্তরাজ্য প্রবাসী। আবুল কালাম নিয়মিত ক্রিকেট খেলা করে সেখানে এবং খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের সাথে রয়েছেন জড়িত।গত রবিবার সেখানকার স্থানীয় একটা বড় ক্রিকেট লীগে অংশগ্রহণ করে তার দল শেষ পর্যন্ত রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে। যে টিমের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ।লীগটার নাম ছিল ইন্ডিপেন্ডেন্স কাপ। গত রবিবার ২৯ শে আগস্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল স্থানীয় এম্বারটন ক্রিকেট ক্লাব মাঠে।যে ফাইনাল খেলায় আবুল কালামের নেতৃত্বে রাইজিং স্টারস ক্রিকেট ক্লাব ও ফায়ারওয়ে ক্রিকেট ক্লাব অংশগ্রহন করে।
১০০ বলের খেলায় দুর্ভাগ্যজনক ভাবে কালামের দল ফাইনালে হেরে যায়। ওটাই ওর দলের একমাত্র হার এই লীগের । কালাম টসে জিতে বিপক্ষ দল এমকে ফায়ারওয়ে কে ব্যাট করতে পাঠায়। তারা নির্ধারিত ১০০ বলে ১৩৩ রান করতে সক্ষম হয় ৭ উইকেটের বিনিময়ে। জবাবে কালামের দল ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল। কোন উইকেট না হারিয়ে প্রথম ২০ বলে ৪৫ রান তুলেছিল। এরপর শুরু হয় ছন্দপতন। একের এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তারা ১০৬ রান করতে সক্ষম হয় ৯৩ বলে। অধিনায়ক কালাম অপরাজিত থাকে ৬ রান করে। খেলা অবস্থায় তার কাঁধে ব্যথা পাওয়ার কারনে ৫ বলের বেশি আর বল করতে পারিনি। এদিকে ব্যাট করতে নামে সবার শেষে।
খেলার প্রতি ভালবাসা দেখে কালামের খুবই ভালো লাগে। সে ওখানে(মিল্টন কিনস) বাংলাদেশী কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে একজন ক্রিকেটার হিসাবে। এটা সত্যিই আনন্দের ব্যাপার।আসলে খেলাধুলা করলে মনোবল বাড়ে এমনটাই বললেন ঝিকরগাছার কৃতি সন্তান ও যুক্তরাজ্য প্রবাসী এবং এমকে স্টারস ক্লাবের অধিনায়ক আবুল কালাম আজাদ. এমন দৃষ্টান্ত ও কৃতিত্বের জন্য নিজ উপজেলা সহ দেশবাসীর কাছে দোয়া প্রত‍্যাশী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com