বুধবার, ১৬ Jul ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফের রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারের ঘরে সারাদেশের মেধাবৃত্তি পরীক্ষায় শীর্ষে মাধবপুরের তোহা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল অর্জন গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতায় নিহত ৪ শেরপুরের শ্রীবরর্দীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ  মিটফোর্ডে সোহাগ হত‌্যাকাণ্ড, সেই পাথর নিক্ষেপকারী গ্রেপ্তার এনসিপির গাড়িবহরে ফের আ.লীগ-ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা হৃদরোগীদের ডেঙ্গু : আতঙ্ক নয় প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ দুঃস্থ পরিবারের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও ১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা লালমনিরহাটে মাদক সেবনকারী ও পাচারকারী চক্রের ছোবলে তরুন ও যুব সমাজ
‘ডব্লিউএইচওর অনুমোদন পেলে ১২-১৮ বছর বয়সীদের টিকা প্রয়োগ’

‘ডব্লিউএইচওর অনুমোদন পেলে ১২-১৮ বছর বয়সীদের টিকা প্রয়োগ’

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পেলেই দেশের ১২ থেকে ১৮ বছর বয়সীদের করোনা ভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেছেন, ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে। এই অনুমোদন পেলেই তাদের করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি আরও বলেন, চলতি মাসেই দেশে আড়াই কোটি ডোজ ভ্যাকসিন আসবে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দিতে আমরা ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আবেদন করেছি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন হাসপাতালগুলোতে কোভিড রোগীর চাপ কিছুটা কম। করোনা ইউনিটগুলোতে বেড খালি আছে। তাই নন-কোভিড রোগীদের জন্য কিছু বেড ছেড়ে দেওয়া হচ্ছে।

এর আগে শনিবার করোনা ভাইরাস প্রতিরোধে সরকার শিশুদের ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্কুল শিক্ষার্থীরা কোন টিকা পাবেন কী-না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের ওপরে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী যে কোনো ধরনের টিকা দেওয়া যাবে। ১৮ বছরের নিচে যেসব শিক্ষার্থী আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে সেভাবেই তাদেরকে টিকা প্রদান করা হবে।

যদিও এর পরদিন ১৮ বছরের কম বয়সীদের আপাতত ভ্যাকসিন দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বাংলাদেশে এখন পর্যন্ত দুই কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১৫৬ ডোজ করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৪০৮ মানুষ। আর ৮৭ লাখ ৩৩ হাজার ৭৪৮ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।

এ পর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে পুরুষ এক কোটি ১০ লাখ ৬২ হাজার ৭০২ জন। আর নারী রয়েছেন ৮২ লাখ ৭৭ হাজার ৭০৬ জন। এছাড়া দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৩ লাখ ১১ হাজার ৩০০ জন। আর নারী ৩৪ লাখ ২২ হাজার ৪৪৮ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিড শিল্ড প্রয়োগ করা হয়েছে এক কোটি ১৬ লাখ ৯২ হাজার ৩৩৬ ডোজ। এছাড়া ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ করা হয়েছে এক লাখ ৩৭২ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে এক কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪২২ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৫ লাখ ১৮৯ হাজার ৬৪৪ নারী ৪৩ লাখ ৯৪ হাজার ১৫১ জন।

এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৩ লাখ ৩৮ হাজার ৭২১ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৫৩ হাজার ৬১৫ জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন। তাছাড়া প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৮ লাখ ৭৫ হাজার ৯৬৬ জন পুরুষ। আর নারী ২৪ লাখ ৬২ হাজার ৭৫৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৪১ হাজার ৬৩৩ জন। আর নারী ২০ লাখ ১১ হাজার ৯৮২ জন।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com