সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
ময়মনসিংহ প্রতিনিধি: ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে ইউ এন ও হাফিজা জেসমিন মাসিক সমন্বয় সভা করেন । আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম।
প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ইউ এন ও হাফিজা জেসমিন শিক্ষার মান উন্নয়নের লক্ষে গত মঙ্গলবার উপজেলা হল রুমে এক আলোচনা ও মত বিনিময় করেন। হাফিজা জেসমিন বলেন শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা মানুষ গড়ার কারিগর। সে লক্ষ্যে শিক্ষার্থীদের সুন্দরভাবে পাঠদানের জন্য উৎসাহ দেন। ইউ এন ও হাফিজা জেসমিন আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করা, জন্ম সনদ, শিশু জন্মের পর মা বাবা যেন জন্ম সনদ সম্পন্ন করেন। এ ছাড়াও দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড, ব্যানবেইজ শিক্ষা জরিপ-২০২১ই সহ বিভিন্ন শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি ও চরজিথর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক ও রাজিবপুর আফতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ। অন্যান্যদের মধ্যে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম খান, ঈশ্বরগঞ্জ ডি.এস. কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ শহীদুল্লাহ, ফানুর আশরাফুল উলুম দাখিল মাদরাসার সুপার হযরত মাওলানা মোঃ জমির উদ্দিন খাঁন, ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.কে.এম মোস্তফা কামাল, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোনায়েম, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ফারুক, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুস সুলতান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোঃ আসাদুজ্জামান সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ গ্রহন করেন। অপরদিকে উপজেলা প্রতিষ্ঠান প্রধান পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ হাফিজা জেসমিন কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানায়।