শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
ডেস্ক নিউজ: রোগ প্রতিরোধ ক্ষমতা যাঁদের মাঝারি এবং তীব্র মাত্রায় দুর্বল, তাঁদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) বিশেষজ্ঞরা।
গত সোমবার সুপারিশে বলা হয়, যাঁদের বয়স ৬০ বছরের ওপরে তাঁদের চীনে তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার তৃতীয় ডোজ নেওয়া উচিত। এ ছাড়া টিকার পর্যাপ্ত সরবরাহ থাকার বিষয়টি বিবেচনা করে সক্রিয় বা জীবিত ভাইরাস দিয়ে তৈরি টিকার তৃতীয় ডোজ দেওয়া উচিত। প্রাথমিকভাবে দেশগুলোর উচিত জনগণকে আগে দুই ডোজ টিকা দেওয়া। এরপর বয়স্ক ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে তৃতীয় ডোজ শুরু করা। সূত্র : এএফপি।