শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়নের রাহুৎপাড়া নবচেতনা যুব ও তরুন সমাজের উদ্যেগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাহুতপাড়া গ্রামে শিক্ষার আলো বিস্তারের জন্য ২২ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেনসিল, রং পেনসিল এক বক্স, জ্যামিতি বক্স, স্কেল, রাবার, কাটার ও ড্রয়িং খাতা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রাহুৎপাড়া নবচেতনা যুব ও তরুন সমাজের সভাপতি শশাঙ্ক শেখর বৈদ্যর সভাপতিত্বে শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ। গৌরাঙ্গ বালা, কালিপদ রায়, সুবোধ সরকার, কমলেশ সরকার, সমীরণ রায়, বিভাস বেপারী, সঞ্জিত বালা, সাংবাদিক আসাদুজ্জামান মোল্লা প্রমূখ।
রাহুৎপাড়া নবচেতনা যুব ও তরুন সমাজের সাধারণ সম্পাদক শুপ্রদীব সরকার জানায়, নবচেতনা যুব ও তরুন সমাজ একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, সামাজিক-উন্নয়ন ও সেবামুলক ধর্মীয় সংগঠন। সংগঠনের উদ্দ্যেগে বিভিন্ন সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ করোনাকালীন সময়ে সাধারন মানুষকে সচেতন করতে রাহুৎপাড়া নবচেতনা যুব ও তরুন সমাজ করে আসছি। ভবিষতেও আমাদের কর্মকান্ড অব্যাহত থাকবে।