শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন
অ্যাপলের সর্বশেষ ফোন আইফোন এক্স । বেজেললেস ডিসপ্লে ডিজাইনে তৈরি এই ফোনটি। ফোনটি দেখতে এতটাই নজরকাড়া যে বিভিন্ন হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান আইফোন এক্স-এর আদলে তাদের ফোন ডিজাইন করছে। এই দলে আছে চীনের শাওমি এবং আসুস। এবার আইফোন এক্স-এর অনুকরণে নতুন ফোন আনার ঘোষণা দিল ভিভো।
ভিভোর আপকামিং ফোন ভি নাইন আইফোন এক্স’র করে ডিজাইন করা হয়েছে। সম্প্রতি এই ফোনটির কনসেপ্ট প্রকাশ করেছে ভিভো। তাতে দেখা যাচ্ছে আইফোন এক্স’র মত স্ক্রিন নচ ডিজাইন রয়েছে। আইফোনের এই স্ক্রিন নচ ডিজাইন করেছেন মার্কাস পারসন। মার্কাসকে অনেকেই নচ বলেও চেনেন।
চীনের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট উইবো জানিয়েছে, ১৬ থেকে ১ মার্চ স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮। এতে ভিভো তাদের সর্বাধুনিক ফোন ভি নাইন প্রদর্শন করে। এই ফোনটি আইফোন এক্স’র মত স্ক্রিন নচ ডিজাইনে তৈরি করা।
ভিভো ভি নাইন ফোনটিতে এজ টু এজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর স্ক্রিন টু বডি রেশিও ১৮:৯।
ফোনটিতে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটাপ রয়েছে। ভিভোর নতুন ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।