রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জের রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৫০৯

মুহম্মদ আবুল বাশার: ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ঈশ্বরগঞ্জের রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ৬ নভেম্বর ২০২১ উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আলী ফকির। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আলী ফকির বলেন আজ কোমলমতি শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠান থেকে এস.এস.সি ২০২১শিক্ষাবর্ষে পরীক্ষায় উর্ত্তিন হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। ১৯৩০ইং সালে রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়টি একটি সুন্দরময় জায়গায় প্রতিষ্ঠা করা হয়। প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক সহ ২২জনের স্টাফ রয়েছে। বিদ্যালয়ে ৮৪২ জন এর অধিক শিক্ষার্থীরা পাঠদান করছে। বিজ্ঞান-৪১, মানবিক-১২৫, বানিজ্য শাখায় ৬৫ মোট শিক্ষার্থী (২৩১) জন শিক্ষার্থী ২০২১শিক্ষাবর্ষে এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহন করবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহব্বায়ক ও বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত অভিভাবক সদস্য মোঃ কামাল হোসেন। সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক হেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন ভূইয়া, স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও সিনিয়র শিক্ষক আজিজুর রহমান স্বপন, মতিউর রহমান, মোঃ রফিকুল ইসলাম এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি: মোঃ অলিউল্লাহ চঞ্চল, জহিরুল আলম ফেরদৌস সহ শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন। মুনাজাত পরিচালনা করেন রাজিবপুর বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম। দেশ শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ মুনাজাত হয়। মুনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com