সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন
আতিকুর রাহিম: রাজধানীর গণপরিবহনগুলোতে শিক্ষার্থীদের হাফপাশ নিশ্চিতের দাবীতে কয়েকটি গণপরিবহন অবরোধ করে রেখেছিল সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা। বেশ কয়েকঘন্টা পরে হাফপাশ নিশ্চিত হলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
সম্প্রতি গণপরিবহনগুলোর ভাড়া বৃদ্ধির প্রেক্ষিতে সকল ধরণের গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাশের দাবী নিয়ে আজ (০৯ নভেম্বর) সকালে সরকারি বাঙলা কলেজের সামনে একাধিক বাস অবরোধ করে রাখার ঘটনা ঘটে।
উপস্থিত কলেজের একাধিক ছাত্রনেতার সাথে আলোচনা করে জানা যায়, ঢাকার অধিকাংশ গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাশ নাই, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজমান। সম্প্রতি আবারো বাস ভাড়া বৃদ্ধির কারনে অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে গিয়ে শিক্ষার্থীদের মাঝে হাফ ভাড়ার বিষয়টি পুনরায় আলোচনায় আসে। একাধিক সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গতকাল ছাত্রলীগের পক্ষ থেকে কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্দ্যেশে একটি ক্ষুদে বার্তা প্রেরণ করা হয়। ক্ষুদে বার্তায় উল্লেখ করা হয় “সরকারি বাঙলা কলেজের যেকোন শিক্ষার্থীর হাফপাশ নিশ্চিতে যেকোনো ধরনের সমস্যায় সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ তাদের সহযোগিতা করবে”। ক্ষুদে বার্তায় বাস ড্রাইভার বা হেল্পারদের সাথে হাফপাশ নিয়ে কোন প্রকার ঝামেলা সৃষ্টি হলে কলেজ ছাত্রনেতাদের নাম্বারে সরাসরি কল দিয়ে বিষয়টি অবগত করার জন্য অনুরোধ জানানো হয়।
তারই প্রেক্ষিতে আজ রাজধানী, ট্রান্সসিলভা, আর্শিবাদ, অছিম পরিবহনগুলো অবরোধ করা হয়। পরবর্তী সময়ে সকল শিক্ষার্থীদের হাফপাশ কাটা হবে এই শর্তে বাসগুলোকে ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক ছাত্রনেতা বলেন, সাধারণ শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগ তাদের পাশে থাকবে। এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীরা তাদের যেকোনো সমস্যায় আমাদের সহযোগিতা চাইতে হবে।