রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
তৃতীয় সন্তানের বাবা হলেন লিওনেল মেসি। শনিবার তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জা ছেলে সন্তানের জন্ম দেন। শনিবার লা লীগায় মালাগার বিপক্ষে ম্যাচে ‘ব্যক্তিগত কারণে’ মেসি খেলবেন না বলে আগেই জানায় বার্সেলোনা কর্তৃপক্ষ।
পরে ইনস্টাগ্রামে খুশির খবর দিয়ে মেসি লেখেন, ‘স্বাগত সিরো! সবকিছু ঠিকভাবে হওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ।
সে ও তার মা ভালো আছে। আমরা খুবই খুশি।’ গত মাসে মেসি তার তৃতীয় ছেলে সন্তানের নাম ‘সিরো’ হবে জানিয়েছিলেন। গত বছর দীর্ঘদিনের বান্ধবী রোকুজ্জার সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মেসি। ওয়েবসাইট।