শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:১৯ পূর্বাহ্ন
এলাহী মাসুদ ও নাজমুছ ছালেহীনঃ পণ্যদ্রব্যের চরম উর্দ্ধগতির প্রতিবাদে গণসংস্কৃতি পরিষদ আজ বিকাল ৪টায় শাহবাগে আয়োজন করে প্রতিবাদী গান, কবিতা ও পথনাটকের। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবাদী গান পরিবেশন করেন সৈয়দ তামজিদ ও তার দল– মেহেদী হাসান, আলমগীর হোসেন, রোমান সিঙ্গার, এলাহী মাসুদ ও নিলয়।
নিজেদের লেখা কবিতা ও ছড়া পাঠ করেন কবি শৈবাল আদিত্য, ফয়সাল আহমেদ, পাঠান আজহার, শেখ আকাশ প্রিন্স ও শওকত হোসেন। আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী আবুল কালাম আজাদ, আলমগীর হোসেন, তানজিদা ইসরাত ঋতু, আজিজুল ইসলাম ও নুসরাত জাহান। পণ্যমূল্য উর্দ্ধগতির নেপথ্যের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বিদ্রুপ করে কবি শওকত হোসেনের পরিকল্পনায় ব্যাঙ্গাত্মক পথনাটক ‘পদক’-এ অভিনয় করেন গণসংস্কৃতি পরিষদের নাট্যশিল্পীবৃন্দ, যার মধ্যে প্রধান চরিত্রে ছিলেন শিবলি সাদিক।