শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন
জাতীয় পুরুষ ফুটবল দল যেখানে একের পর এক লজ্জা উপহার দিচ্ছে, ঠিক সেই বাংলাদেশের নারী ফুটবলাররা দেশের জন্য সম্মান এনে দিচ্ছেন বারবার। তার ধারাবাহিকতায় ভারতের ঘরোয়া ফুটবল লিগ ‘ইন্ডিয়ান লিগে’ খেলতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা ফুটবলার কৃষ্ণা রানী সরকার এবং সাবিনা খাতুন। আজ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে ভারতের লিগ নিয়ে নিজেদের ভাবনার কথা জানান এই দুই ফরোয়ার্ড।
সাবিনা এর আগেও ভারতের ঘরোয়া লিগে খেলেছেন। কৃষ্ণা রানী সরকার অবশ্য এই প্রথম বিদেশি লিগে খেলবেন। দুজনেই ইন্ডিয়ান লিগের দল সেথু এফসিতে নাম লিখিয়েছেন। তামিলনাড়ুর দলটির জার্সিতে আলো ছড়ানোর আশাবাদ জানিয়ে সাবিনা বলেন, ‘মালদ্বীপে তিনবার খেলেছি। সেখানে ভালো পারফরম্যান্স করেছি। আশা করি, ভারতেও সেটা অব্যাহত রাখব। তবে মালদ্বীপ ও ভারতের ফুটবলে অনেক পার্থক্য। আমাদের জন্য ভারতে খেলা নতুন চ্যালেঞ্জ।’
শিলিগুঁড়িতে হওয়া গত সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশকে ফাইনালে তোলার পথে ৭ গোল করেছিলেন সাবিনা। আগামী ২৫ মার্চ লিগ শুরু হবে। ২৬ মার্চ সাবিনা-কৃষ্ণাদের প্রথম ম্যাচ। প্রথমবারের মতো দেশের বাইরের লিগে খেলতে যাওয়া কৃষ্ণা বললেন, ‘এই প্রথম দেশের বাইরে খেলার সুযোগ পেলাম। প্রথম আসরেই ভাল খেলতে চাই। দেশের সম্মান রাখতে চাই।’