স্প্যাম ও ফেক অ্যাকাউন্ট নিয়ে বিস্তারিত তথ্য পাওয়ার আগ পর্যন্ত স্থগিত থাকবে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিটি। বিশ্বের শীর্ষ এ ধনী জানান, স্প্যাম বা ভুয়া অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫ শতাংশের কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে- টুইটারের এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এটি কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত থাকবে।
এদিকে, মাস্কের এই ঘোষণা পর প্রিমার্কেট ট্রেডিং-এ সামাজিক যোগাযোগমাধ্যমটির শেয়ার কমেছে ২০ শতাংশ। তবে, টুইটার কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সপ্তাহ দুয়েক আগে টুইটার জানিয়েছিল চলতি বছরের প্রথম তিন মাসে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা মোট ব্যবহারকারীদের পাঁচ শতাংশেরও কম। সেই তথ্যই এখন যাচাই করছেন মাস্ক।
clomid for men for sale In Walters K, Hadgraft J, editors
We felt like we had the best chances of success with him what’s clomid
Primary DLBCL cells were prepared as previously described 77 what is stromectol used for Although, he did prophesy the Bikini thing, didn t he