বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন
বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান করলেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদ উল্লাহ। আজ রবিবার নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ১৬ বলে ২১ রানের ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে হাজার রান করেছিলেন তার ভায়রা ভাই মুশফিকুর রহিম।
৯৯৬ রান নিয়ে ফাইনাল শুরু করেন মাহমুদউল্লাহ। চার বল খেলেই ছুঁয়ে ফেলেন মাইলফলক। এই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের রান চার অঙ্কে নিয়ে যেতে লাগল ৬০ ইনিংস। এর আগে বাংলাদেশের তিন তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম এই মাইলফলক স্পর্শ করেছেন।
মুশফিক ৬৭ ম্যাচে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। আজকের ম্যাচর আগে আগে তামিম ৬১ ম্যাচে ১৩৭০ রান ও সাকিব ৬২ ম্যাচে ১২৩০ রান করেছেন।