মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এনসিপির পক্ষে নরসিংদীতে এড. শিরিন আক্তার শেলি এর গণসংযোগ হাই কোর্টের নির্দেশ অমান্য করে চট্টগ্রাম এয়ার পোর্ট ভিআইপি রোডে চলছে অবৈধ ব্যাটারী চালিত টমটম “মানছে না ট্রাফিক আইন” সৎ মা-ভাইদের হামলায় বাবার বাড়ি থেকে বিতাড়িত অসহায় মেয়ে ও তার মা.. জীবনের ঝুঁকি নিয়ে তারা ঘুরছে প্রশাসনের দ্বারে দ্বারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ মা হারা, এতিম অসহায় মেধাবী শিক্ষার্থী মতিউরের স্বপ্ন– ডাক্তার হতে চাই দেবিদ্বারে ঈদের ছুটিতে ও থেমে নেই পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই বাংলাদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা তারাবাড়িয়া ও বিলমহিষা গ্রামবাসীর উদ্যোগে আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত অটো থেকে নামিয়ে জিম্মি, ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই—জলঢাকায় শামীম ইসলামের অভিযোগে চাঞ্চল্য কেরানীগঞ্জে ‘আল্লাহ দান’ রিক্সার গ্যারেজে অবাধ জুয়া, এলাকাবাসীর ক্ষোভ
আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ সব স্কুলে দেখানো হবে

আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ সব স্কুলে দেখানো হবে

ক্রীড়া ডেস্ক:  সব মিলিয়ে তিন বছরের বেশি সময় ধরে টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা দল। এবারের কাতার বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির দল।

ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকার শিরোপা ছিনিয়ে আনার পর থেকেই মেসিদের ওপর প্রত্যাশা আরও বেড়েছে আর্জেন্টিনা দেশটির।

সেই প্রত্যাশায় বিশ্বকাপ শুরুর চার মাস আগেই আর্জেন্টিনার শিক্ষামন্ত্রী জেমি পারজাইক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার সব ম্যাচ দেশটির সব স্কুলে টিভিতে সরাসরি দেখানো হবে।

 

আর্জেন্টিনার সব সরকারি স্কুলে সরাসরি দেখানো হবে লিওনেল মেসিদের খেলা।

 

এক বিবৃতিতে জেমি পারজাইক বলেছেন, ‘আর্জেন্টিনায় শিশু-কিশোররা বিশ্বকাপের ম্যাচ দেখার আবদার জানিয়েছে। আমার মতে, এটি গুরুত্বপূর্ণ যে তারা স্কুলেই যেন ম্যাচগুলো দেখতে পারে। বিশ্বকাপ আজেন্টিনায়া খেলাধুলার পাশাপাশি একটি সাংস্কৃতিক উৎসবও।  স্কুলগুলোকেও এই সংস্কৃতি ধারণ করতে হবে।’

 

শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় অনেকেই বিস্মিত হতে পারেন। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে।  শিক্ষার্থীরা অমনোযোগী হতে পারে বিদ্যালয়ে।

 

তবে এমন ঘোষণা আর্জেন্টিনার শিক্ষা খাতে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন বিশ্লেষকরা।

 

কারণ আর্জেন্টিনা জাতীয় দলের খেলা থাকলে সে দেশের শিক্ষার্থীরা এমনিতেই স্কুলে যায় না। অনেক স্কুল আবার সাধারণ ছুটি দিয়ে থাকে। আর বিশ্বকাপ বলতে তো বাড়নি গুরুত্ব।  তাই সেসবের কিছুই প্রভাব পড়বে না।

 

আগামী ২১ নভেম্বর থেকে পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। আসরের দ্বিতীয় দিন আর্জেন্টাইন সময় সকাল ৭টায় সৌদি আরবের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। পরে ৩০ নভেম্বর পোল্যান্ড ও ৬ ডিসেম্বর তারা খেলবে মেক্সিকোর বিপক্ষে। এ দুটি ম্যাচ হবে আর্জেন্টাইন সময় বিকাল ৪টায়।

 

তথ্যসূত্র: আর্জেন্টিনা ডিটেইলজিরো

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com